জাতীয় শোক দিবস পালিত
বাংলাদেশ বুড্ডিস্ট লিডার্স ফোরামের সমবেত প্রার্থনা চট্টগ্রামে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকীতে বাংলাদেশ বুড্ডিস্ট লিডার্স ফোরামের সমবেত প্রার্থনা। ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ বুড্ডিস্ট লিডার্স ফোরামের উদ্যোগে চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধ বিহার প্রাঙ্গনে সমবেত প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৪ আগষ্ট) আয়োজিত প্রার্থনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভপতি ডা: উত্তম কুমার বড়ুয়া। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া।

সমবেত প্রার্থনা ও আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন-চট্টগ্রাম বৌদ্ধ বিহারের বিহারধ্যক্ষ ভদন্ত ড: জ্ঞানশ্রী মহাস্থবীর, বুড্ডিস্ট লিডার্স ফোরাম নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন–প্রকৌশলী মৃগাংক প্রসাদ বড়ুয়া, ত্রিদ্বীপ কুমার বড়ুয়া, প্রণব রাজ বড়ুয়া, সনত বড়ুয়া, কাজল প্রিয় বড়ুয়া, পলাশ বড়ুয়া, সিজার বড়ুয়া, রেবা বড়ুয়া, পূর্ণিমা বড়ুয়া, দোলা চৌধুরী বড়ুয়া, মানসী বড়ুয়া, রূপম বড়ুয়া, চন্দন বড়ুয়া, অধ্যাপক জগৎজ্যোতি বড়ুয়া, শঙ্কর বড়ুয়া, মিন্টু বড়ুয়া অপু।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকীতে বাংলাদেশ বুড্ডিস্ট লিডার্স ফোরামের সমবেত প্রার্থনা। ছবি : নয়াবাংলা

উপাসক উপাসিকাদের মধ্যে আলেকপাত করেন-বিভুতি বড়ুয়া, অমল বিকাশ বড়ুয়া, বোধিসত্ব বড়ুয়া, স্বপন বড়ুয়া, অজিত রঞ্জন বড়ুয়া, অনিল বড়ুয়া, প্রকৌশলী দিব্যেন্দু বড়ুয়া, অধ্যাপিকা সুপ্রভা বড়ুয়া প্রমুখ।

বক্তারা বলেন-বাংলাদেশের পটভুমিতে বঙ্গবন্ধু ব্যাক্তি বা নাম নন, বঙ্গবন্ধু বাংলাদেশের সমষ্ঠির নাম। বঙ্গবন্ধু অমর অজেয়। সংগ্রামে আর চেতনায় জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধুর অসম্পূর্ণ কাজগুলোর সম্পন্নের মাধ্যমে একটি সুখী ও সমৃদ্ধ দেশে পরিণত করা আমাদের দায়িত্ব। ১৯৭৫ সালে কালোরাতে জাতির জনকসহ স্বপরিবারে নিহতদের স্মরণ করে এবং পারলৌকিক মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়। সমবেত প্রার্থনায় প্রায় দুই শতাধিক উপাসক উপাসিকাদ্বয় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন