অনির্বাণ ক্লাবের বৃক্ষ রোপণ কার্যক্রম উদযাপন
বৈশ্বিক উষ্ণতা ও জীব বৈচিত্র রক্ষায় বৃক্ষই একমাত্র হাতিয়ার

অনির্বান ক্লাবের উদ্যোগে শিশুদের মাঝে চারা বিতরণ। -ছবি নয়াবাংলা

চট্টগ্রাম : নগরের হামজারবাগ এলাকায় অনির্বান ক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গনে বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করা হয়েছে।

শুক্রবার (৪ আগষ্ট) সকাল ১০টায় আয়োজিত বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেমাজ সেবা অফিসার কামরুল পাশা ভূঁইয়া।

এসময় আরো উপস্থিত ছিলেন- আনির্বান ক্লাব সভাপতি আখতার হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক-সরওয়ার উদ্দিন দিলু, সহ-সভাপতি জাহেদুল আলম চৌধুরী, ফিলিপ রিবেরু, মহিন উদ্দিন, মিজানুর রহমান, মাহফুজুর রহমান হাসান, সাংগঠনিক সম্পাদক-মামুম আল-রসিদ সোহেল, অর্থ সম্পাদক-মুনির হোসাইন, আবুল খায়ের, ক্রীড়া সম্পাদক-মন্জুর আলম, আসিবুল হক, প্রচার সম্পাদক-মোঃ মুক্তার আলী, মোঃ ফয়েজ আহম্মদ খান, জসিম উদ্দিন, মোঃ ইসহাক, ফারহান দাউদ, সাজ্জাদ হোসেন শাওন প্রমূখ।

এছাড়াও সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বৃক্ষ রোপণ ও বিতরণ ২০১৭ কর্মসূচীতে বক্তারা বৈশ্বিক উষ্ণতা মোকাবেলায় বৃক্ষের ভুমিকা সম্পর্কে আলোচনা করেন। বক্তারা বলেন- বর্তমান বৈশ্বিক উষ্ণতা ও জীব বৈচিত্র রক্ষায় বৃক্ষই একমাত্র হাতিয়ার।

পরে প্রধান অতিথি ক্লাব প্রাঙ্গনে ফলজ, বনজ ও ঔষধী চারা রোপণের মাধ্যমে বৃক্ষ রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর তিনি শিশুদের মাঝে ফলজ, বনজ ঔষধী চারা বিতরণ করেন।

শেয়ার করুন