কোয়ালিটি আইসক্রীম আন্তর্জাতিক রেপিড রেটিং দাবা প্রতিযোগিতার শুভ উদ্বোধন

কোয়ালিটি আইসক্রীম আন্তর্জাতিক রেপিড রেটিং দাবা প্রতিযোগিতা এম.এ.আজিজ স্টেডিয়াম কনভেনশন হলে শুরু হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক সানোয়ারা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর, সিজেকেএস দাবা কমিটির চেয়ারম্যান ও সিজেকেএস নির্বাহী সদস্য জাহেদুল ইসলাম।

চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির ব্যবস্থাপনায়, কোয়ালিটি আইসক্রীমের সৌজন্যে এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ৪ জন ফিদে মাস্টার, ২ জন ক্যান্ডিডেট মাস্টার, ১ জন মহিলা ফিদে মাস্টার জাতীয় দাবাড়ু, আন্তর্জাতিক ৪৫ জন রেটেড খেলোয়াড়সহ ১৪৯ জন দাবাড়ু অংশগ্রহণ করেছেন।

সংগঠনের সভাপতি রাকিব উল ইসলাম সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী এস.এম. তারেকের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিজেকেএস দাবা কমিটির সাধারণ সম্পাদক মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন, খেলোয়াড় সমিতির উপদেষ্টা আলী কায়সার, মহসিন জামাল, বকুল বড়ুয়া, ফিদে মাস্টার আবদুল মালেক, শহীদুর রহমান, আব্দুল আহাদ, শামসুল হক, জাহাঙ্গীর আলম, বিষ্ণু চৌধুরী, মিজানুর রহমান, নাসির হাসান, সাজিদ বিন জাহিদ প্রমুখ।

শেয়ার করুন