সলিমপুর পাহাড়ে বিচ্ছিন্ন বিদ্যুৎ পুন:সংযোগ চাইতে এসে ৮ জন গ্রেপ্তার

সলিমপুরের দুর্গমপাহাড়ে বিচ্ছিন্ন বিদ্যুৎ পুন:সংযোগ চাইতে এসে ৮ জন গ্রেপ্তার।

চট্টগ্রাম : সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে বিচ্ছিন্ন বিদ্যুৎ পুন:সংযোগ এবং সরকারি খাস জমি স্থায়ী বরাদ্দ দেয়ার দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাাসকের কাছে স্মারকলিপি দিতে এসে আটক হয়েছেন জঙ্গল সলিমপুরের ৮ ব্যক্তি।

রবিবার (৭ আগষ্ট) দুপুর ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, চট্টগ্রাম আদালত ভবন চত্বরের একপাশে জেলা প্রশাসনের ট্রেজারি বিভাগের একটি কক্ষে ছিন্নমূল পরিষদের ওই নেতাদের আটক রাখা হয়। পরে ভাটিয়ারি ইউনিয়ন ভূমি কার্যালয়ের ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ শাহ আলমের অভিযোগে (এজাহার) আটক ব্যক্তিদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়।
তাদের বিরুদ্ধে অভিযোগ-ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদের ব্যানারে অভিযুক্তরা বেআইনিভাবে সরকারি সম্পত্তিতে অনুপ্রবেশের মাধ্যমে নিজেরা মালিক সেজে বিভিন্ন মানুষের কাছে আবাসিক প্লট হিসেবে বিক্রি করছেন। এছাড়া তারা ওই এলাকাকে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভয়রাণ্যে পরিণত করেছেন।

সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান ৮ ব্যক্তিকে আটকের কথা স্বীকার করেছেন। আটকরা হলেন : হাটহাজারীর ধলই গ্রামের এ কে এম শাহ আলমের পুত্র মো. আমজাদ হোসেন, ফেনীর দাগনভুঁইয়ার মরহুম আলতাফ আলীর পুত্র আবু তাহের, সীতাকুণ্ডের সলিমপুরের মরহুম ঈমান আলীর পুত্র মো. বশিরুল্লাহ, জঙ্গল সলিমপুরের মৃত অনন্ত কুমার দাশের পুত্র যদু মোহন দাশ, জঙ্গল সলিমপুরের মৃত জুরান বাড়ৈ-এর পুত্র শৈলেন বাড়ৈ, জঙ্গল সলিমপুরের আবদুল মজিদের পুত্র মো. জামাল, নিউমুরিং আবাসিকের মৃত নুরুচ্ছফার পুত্র মোক্তার আহমদ ও কোরবানীগঞ্জের মরহুম হাকিম চান মিয়ার পুত্র মো. ছাদেকুর রহমান প্রকাশ গাজী ছাদেক।

খোঁজ নিয়ে জানা গেছে, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের কয়েকশ একর সরকারি পাহাড় কেটে কেটে সাবাড় করা হয়েছে। প্রায় এক যুগ ধরে ধীরে ধীরে পাহাড়জুড়ে গড়ে উঠেছে ৪০ হাজার মানুষের অবৈধ বসতি। পুরো এলাকাজুড়ে তৈরি হয়েছে এক ধরনের ‘নিজস্ব জগত’। যেখানে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরাও অসহায়। সাধারণ মানুষতো তাদের কথার বাইরে যাওয়ার সুযোগ নেই।

গত ২০ জুলাই অতিবর্ষণে পাহাড়ধসে ওই এলাকায় পাঁচজন নিহত হওয়ার ঘটনা সরেজমিন পরিদর্শনের সময় জেলা প্রশাসকের নির্দেশে সরকারি পাহাড়জুড়ে দেয়া অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নগর পিডিবি। রোববার দুপুরে ওই বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ পু:ন স্থাপন এবং সরকারি পাড়াত ওইসব বাসিন্দাদের মাঝে স্থায়ী বরাদ্দের দাবীতে স্মারকলিপি দিতে গেলে তাদের ৮জনকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে সরকারি সম্পত্তিতে অবৈধ অনুপ্রবেশসহ একাধিক অভিযোগ আনা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের একজন কর্মকর্তা জানান, ভাটিয়ারি ইউনিয়ন ভূমি কার্যালয়ের ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম বাদী হয়ে একটি মামলা করেছেন।

শেয়ার করুন