আনোয়ারায় তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু

-আনোয়ারায় ফলদ বৃক্ষ মেলার আলোচনা সভায় বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। -ছবি প্রতিনিধি

চট্টগ্রাম : আনোয়ারায় তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেছেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

‘স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই দেশি ফলের গাছ লাগাই’-এ শ্লোগানে মঙ্গলবার (৮ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করে আনোয়ারা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মেলায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছসহ ১০টি ষ্টল রয়েছে। মেলা চলবে আগামী ১০ আগষ্ট পর্যন্ত।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম। উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরাম উদ্দিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ প্রমূখ। এর আগে আয়োজিত এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলার বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ করে।