গাজীপুরে নিরাপদ নির্মাণ বিষয়ক স্কেল-আপ কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুরে নিরাপদ নির্মাণ বিষয়ক স্কেল-আপ কর্মশালা

গাজীপুর সিটি কর্পোরেশন এবং কেয়ার বাংলাদেশ ও এর সহযোগী সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এর যৌথ উদ্যোগে নিরাপদ ইমারত নির্মাণ বিষয়ক স্কেল-আপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) বেলা ১১টায় গাজীপুর নগর ভবনের সম্মেলন কক্ষে এই কর্মশালায় আয়োজন করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা কে.এম রাহাতুল ইসলাম।

গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব মোঃ আসলাম হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আকবর হোসেন, প্রধান প্রকৌশলী মোঃ ইব্রাহিম খলিল, কেয়ার বাংলাাদেশের সিনিয়র টেকনিক্যাল ম্যানেজার বিশ্বজিৎ কুমার রায় প্রমুখ।

কর্মশালায় মাল্টিমিডিয়ার প্রজেক্টরের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ডঃ মোঃ মোজাম্মেল হক।

বক্তারা বলেন, একটি ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে গাজীপুরে ভবন নির্মাণে বিশেষভাবে যত্নশীল হওয়া প্রয়োজন। এ লক্ষে বিল্ডিং রেজিলিয়েন্স অব দ্য পুওর (বিআরইউপি) প্রকল্পের উদ্যোগে ভূমিকম্প ও দুর্যোগ সহনশীল নির্মাণ প্রযুক্তি, বিল্ডিং কোড অনুসরণ ও বিদ্যমান আইন দ্বারা নিরাপদ নির্মাণ নিশ্চিতকরণ এবং সর্বোপরি সিটি করর্পোরেশনের সাথে অংশীদারিত্বের মাধ্যমে নিরাপদ অবকাঠামো নির্মাণ নিশ্চিত করা।

কর্মশালায় প্রকৌশলী, নগর পরিকল্পনাবিদ, সিটি কর্পোরেশনের আওতাধীন ঠিকাদার ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।