মার্কেন্টাইল ব্যাংক-জাতীয় জুনিয়র ও সাব-জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ
চট্টগ্রামের সিবগাত উল্লাহ্ চ্যাম্পিয়ন

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আয়োজনে ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং মার্কেন্টাইল ব্যাংক লি: এর পৃষ্ঠপোষকতায় মার্কেন্টাইল ব্যাংক-জাতীয় জুনিয়র ও সাব জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ ২০১৭ এর ফাইনাল খেলায় বালক একক অনুর্ধ্ব-১৫ বিভাগে চট্টগ্রামের সিবগাত উল্লাহ্ ২-০ সেটে (২১-১৫, ২১-১০) সিলেটের মঙ্গলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। রানার আপ হয় সিলেটের মঙ্গল।

বালক একক অনুর্ধ্ব-১৮ বিভাগে সিলেটের লোকমান ২-১ সেটে (১১-২১, ২১-১২, ২১-১৫) সিলেটের হানিফকে, বালিকা একক অনুর্ধ্ব-১৫ বিভাগে সিলেটের জেরিন ২-১ সেটে (২১-১৩, ১৮-২১, ২১-১৯) চট্টগ্রামের ফারজানাকে, বালিকা একক অনুর্ধ্ব-১৮ বিভাগে খুলনার উর্মি আকতার ২-১ সেটে (২১-১৯, ১৭-২১, ২১-১৭) পাবনার রেশমাকে, বালক দ্বৈত অনুর্ধ্ব-১৫ বিভাগে সিবগাত-আকিব জুটি ২-০ সেটে (২৪-২২, ২১-১৭) সিলেটের মঙ্গল-গৌরব জুটিকে, বালক দ্বৈত অনুর্ধ্ব-১৮ বিভাগে সিলেটের জহির-লোকমান জুটি ২-১ সেটে (২১-১৬, ১৫-২১, ২২-২০) সিলেটের হানিফ-নাঈম জুটিকে, বালিকা দ্বৈত অনুর্ধ্ব-১৫ বিভাগে চট্টগ্রামের ফারজানা-তিশি জুটি ২-০ সেটে (২১-১৬, ২১-১২) সিলেটের জেরিন-স্বর্ণা জুটিকে,
বালিকা দ্বৈত অনুর্ধ্ব-১৮ বিভাগে পাবনার রেশমা-পিয়া জুটি ২-১ সেটে (১৪-২১, ২১-১৯, ২১-১৩) খুলনার উর্মি-সাথী জুটিকে, প্রবীন দ্বৈত (৪৫ উর্ধ্ব) বিভাগে চট্টগ্রামের নুরুল হক-টিটু বড়–য়া জুটি ২-০ সেটে (২১-১১, ২১-১০) চট্টগ্রামের রাশেদ-নওশাদ জুটিকে পরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিটি ইভেন্টের বিজিত প্রতিযোগী রানার আপ নির্বাচিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: রুহুল আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক লি: এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: জাকির হোসাইন ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।

চট্টগ্রাম জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি মো: জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সিজেকেএস ব্যাডমিন্টন কমিটির সম্পাদক দিদারুল আলম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উক্ত চ্যাম্পিয়নশীপ অর্গানাইজিং কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিজেকেএস যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম। এতে বক্তব্য রাখেন মিডিয়া পার্টনার অঞঘ বাংলা চট্টগ্রামের ব্যূরো চীফ ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, সিজেকেএস সহ-সভাপতি মোজাম্মেল হক, মার্কেন্টাইল ব্যাংক চট্টগ্রাম শাখার জোনাল হেড আবু তাহের। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মো: জাহাঙ্গীর, নির্বাহী সদস্য লায়ন দিদারুল আলম চৌধুরী, আবুল হাসেম, আ.ন.ম ওয়াহিদ দুলাল, জাহেদুল ইসলাম, তানভীর আহমেদ চৌধুরী, অহিদ সিরাজ চৌধুরী স্বপন, রেখা আলম চৌধুরী, জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে, সিজেকেএস কাউন্সিলর প্রবীন কুমার ঘোষ, রাশেদুর রহমান মিলন, ব্যাডমিন্টন কমিটির ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মাহবুব, কমিটির যুগ্ম-সম্পাদক ফরহাদ মুনির জুয়েল, নিখিল চন্দ্র ধর, মোরশেদ খান, সদস্য ডেরিক র‌্যান্ডলফ, কাজী মঈনুল হক মহিউদ্দিন, এনামুল হক এনাম, আকতারুজ্জামান, নিমশান জাহাঙ্গীর, জসিম উদ্দিন, মাঈনুল হক আজাদ, চম্পা কলি বড়–য়া, নুরুল হক, এনামুল হক, মো: সালাউদ্দিন, পেয়ার মোহাম্মদ পেয়ারু, তৌহিদ হোসেন প্রমূখ।

শেয়ার করুন