চবিতে হচ্ছে হালদা গবেষণা কেন্দ্র

হালদা নদীকে নিয়ে গবেষণা করার জন্য এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবিতে) ‘হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি’ নামে একটি গবেষণা কেন্দ্র করা হচ্ছে।
কেন্দ্রটি রোববার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। পিকেএসএফ (পল্লি কর্ম সহায়ক ফাউন্ডেশন) নামে একটি প্রতিষ্ঠানের আর্থিক সহায়তায় বিশ্ববিদ্যালয়ের বায়োলজিক্যাল অনুষদের ৩০১ নম্বর কক্ষে গবেষণা কেন্দ্রটি স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ সূত্রে জানা যায় ।

প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা নদী রক্ষা কমিটির সভাপতি ড.মঞ্জুরুল কিবরিয়া জানান, ‘হালদা নদীটি বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ যেটি নিয়ে আমরা অনেক গবেষণা করছি। একক কোনো কেন্দ্র না থাকায় এতদিন সিদ্ধান্ত নিতে অনেক ঝামেলায় পোহাতে হত। গবেষণা কেন্দ্রটি হলে দ্রুত সিদ্ধান্তের পাশাপাশি একসাথে কাজও করতে পারব।

শেয়ার করুন