দুই দফার বন্যায় আসামে ৩শ পশুর মৃত্যু

ভারতের আসাম রাজ্যে চলতি মৌসুমে দুই দফার বন্যায় তিনশোর বেশি পশুর মৃত্যু হয়েছে। কাজিরাঙা থেকে প্রতিদিনই উদ্ধার হচ্ছে জন্তু-জানোয়ারের মৃতদেহ। কাজিরাঙা অভয়ারণ্যের ডিভিশনাল বন কর্মকর্তা রোহিণী বল্লভ সাইকিয়া জানিয়েছেন, ১০ আগস্টের পর থেকে সাতটি গণ্ডার, ১২৭টি হরিণ, তিনটি বুনো শুয়োর, একটি মহিষ ও একটি সজারুর মৃত্যু হয়েছে। সাতটির মধ্যে ছয়টি গণ্ডারইৃ বন্যার পানিতে ডুবে মারা গিয়েছে বলে জানিয়েছেন তিনি।

১০ আগস্ট ডিফলু নদী দিয়ে ৪৮১ বর্গ কিমির কাজিরাঙায় ঢুকে পড়ে ব্রহ্মপুত্রের পানি। এতেই প্লাবিত হয় উদ্যানের ৮০ শতাংশ এলাকা। কাজিরাঙার কর্মীরা ছাড়াও আটকে পড়া পশুদের বাঁচাতে ও মৃত পশুদের দেহ উদ্ধারে আপদকালীন তৎপরতায় কাজ করছে বিশেষ টাস্ক ফোর্স, বন দপ্তর, ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া ও বেশকিছু স্বেচ্ছাসেবী সংস্থা।