যথেষ্ট ধৈর্য ধরেছে বিচার বিভাগ : প্রধান বিচারপতি

ফাইল ছবি

ঢাকা : ‘ঝড় তো আপনারাই উঠাচ্ছেন। আমরা কি ঝড় উঠার মতো কিছু বলেছি? এ ঝড় উঠার পরেও সুপ্রিম কোর্ট যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে। বিচার বিভাগ যথেষ্ট ধৈর্য ধরে আছে।’

ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও রায়ের পর্যালোচনা নিয়ে অব্যাহত সমালোচনার পরিপ্রেক্ষিতে রবিবার (২০ আগস্ট) মাসদার হোসেন মামলার শুনানিকালে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

মাসদার হোসেন মামলার রায়ে নিম্ন আদালতে বিচারকদের শৃঙ্খলা বিধিমালার গেজেট জারি বিষয়ে আজ (রবিবার) শুনানি ছিল। কিন্তু অ্যাটর্নি জেনারেল আবারো সময় চেয়ে আদালতে আবেদন জানান।

প্রধান বিচারপতি বলেন, গত ধার্য তারিখে আমরা গেজেট জারির বিষয়ে আলোচনায় বসার কথা বলেছিলাম। এ বিষয়ে কী করেছেন?

অ্যাটর্নি জেনারেল বলেন, সবকিছু মিলিয়ে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। একটি ঝড় উঠেছে। এসময় অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলমের উদ্দেশ্যে বলেছেন, ‘ঝড় তো আপনারাই উঠাচ্ছেন। আমরা কি ঝড় উঠার মতো কিছু বলেছি?’

প্রধান বিচারপতি বলেন, আপনারা মিডিয়াতে অনেক কথা বলবেন। আর কোর্টে এসে বলবেন তার উল্টো। বিচার বিভাগের সমালোচনার ক্ষেত্রেও পরিপক্কতা অর্জন করা দরকার।

শেয়ার করুন