কক্সবাজারে দ্রুত সময়ে বড় সাজা
আলোচিত ১৯ ইয়াবা পাচারকারীকে ১০ বছর করে কারাদন্ড

কক্সবাজারে ইয়াবা পাচারের মামলায় টেকনাফের ১৯জনকে দশ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২১ আগস্ট) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ওসমান গণি এ মামলার রায় দেন বলে জানান কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি ) ফরিদুল আলম। আসামীদের উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি ভোর রাতে বঙ্গোপসাগরের সেন্টমার্টিন দ্বীপের অদূরে সাগর থেকে কোস্টগার্ড ২টি মাছ ধরার ট্রলারসহ ১৯ জনকে আটক করে। ওই সময় ট্রলার থেকে ৪ লাখ ইয়াবা জব্দ করা হয়েছিলো। ঘটনার একই বছরের ১৯ এপ্রিল পুলিশ আদালতে চার্জশিট প্রদান করে। আইনী প্রক্রিয়াশেষে ২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর আদালত চার্জগঠন করে। সোমবার (২১ আগস্ট) আদালত আসামীদের ১০ বছর করে সাজা প্রদান করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলো-টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিন লেঙ্গুরবিল এলাকার আমির হামজার ছেলে সামশুল আলম প্রকাশ কালু (৩৫), লম্বরি গ্রামের হাবিবুর রহমানের ছেলে ইলিয়াছ (২৫), লেঙ্গুরবিলের জাহিদ হোসেনের ছেলে আজিজুল (২২), নুর হোসেনের ছেলে মকবুল (২৫), আবুল হোসেনের ছেলে অছি উল্লাহ (২২), জাকির আহমদের ছেলে জাহিদ হোসেন (৩০), লম্বরি আবদুর রহিমের ছেলে ফজলুর কমির (২৭), সাবরাংয়ের আলী আহমদের ছেলে ইমাম হোসেন (৩৫), লেঙ্গুরবিলের নবী হোছনের ছেলে রুবেল (২৫), আবদুল মালেকের ছেলে আনোয়ার হোসেন (২৪), মৌলভী পাড়ার আবদুল সালামের ছেলে নুর আলম (২৫), দক্ষিণ লম্বরির নুরুল হকের ছেলে খাইরুল আমিন (২২), আবদুল সালামের ছেলে জিয়াউর রহমান (২২) ও আবদুল হাকিমের ছেলে রফিক (১৬), তৈয়ব হোসেনের ছেলে আবদুল্লাহ (১৮), আবদুল মোনাফের ছেলে আয়ুব আলী (২৪), জাহাঙ্গীর আলম (৩২), আবদুর রাজ্জাকের ছেলে রুবেল (১৮), রাশেদুল হক (২৬)। আসামিদের সবাই টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা সবাই জেল হাজতে আছে।