সমাজে কী হচ্ছে, তা আমাদের স্পর্শ করে বিবেককে নাড়া দেয় : প্রধান বিচারপতি

ষোড়শ সংশোধনী নিয়ে দেয়া রায়ের পর্যবেক্ষণ নিয়ে প্রধান বিচারপতি যখন খোদ প্রধানমন্ত্রীর আলোচনার সূচিতে তখন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বললেন- ‘সমাজে কী হচ্ছে, তা আমাদের টাচ (স্পর্শ) করে।

মঙ্গলবার (২২ আগস্ট) ব্যাংকের ঋণ-সংক্রান্ত এক মামলার শুনানিতে প্রধান বিচারপতি এমন মন্তব্য করেন।

প্রধান বিচারপতি বলেন, ‘সমাজের ঘটে ‍যাওয়া ঘটনাগুলো বিচারকদের টাচ (স্পর্শ) করে। আমরা যখন চেম্বারে থাকি, তখন এক রকম; আর যখন চেয়ারে বসি (এজলাসে), তখন আমাদের মানসিকতা পরিবর্তন (চেঞ্জ) হয়ে যায়। এখানে ধনী-গরিব সব ধরনের বিচারপ্রার্থী আসে। আমরা সবার বিচার করি।’ অ্যাটর্নি জেনারেলকে প্রধান বিচারপতি মৌলভীবাজারের এক কৃষকের ঋণের ঘটনা তুলে ধরেন।

তিনি বলেন, ‘এ ঘটনাগুলো আমাদের বিবেককে নাড়া দেয়।’ এ মামলায় আইনজীবী ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। এসময় আদালতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল।

শেয়ার করুন