নরপশুদের ফাঁসির দাবীতে লতিফ এমপি’র মানববন্ধন

চট্টগ্রাম : বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলাকারীদের ফাঁসির দাবীতে মানবন্ধন করেছে বাংলাদেশ আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনসমূহ এবং মহিলা সংগঠন “স্বাধীনতা নারী শক্তি”-এর নেতৃবৃন্দ।

চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম. এ. লতিফ এমপি’র উদ্যোগে সোমবার (২১ আগস্ট) বিকাল ৫টায় আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সম্মুখে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

২০০৪ সালে এই দিনে তৎকালীন বিরোধী দলীয় নেতা জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালানো হয়। সেই হামলায় আল্লাহর অশেষ মেহেরবানীতে শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও আহভী রহমানসহ আওয়ামীলীগ’র কেন্দ্রীয় ২৪ জন নেতা-কর্মী নিহত ও ৪০০ জন আহত হন। যাদের মধ্যে অনেকেই এখন অসুস্থ ও পঙ্গুত্ব বরণ করে জীবন যাপন করছেন।

মানববন্ধনে বক্তারা বলেন-১৯৭৫ সালের ১৫ ই আগস্ট এর ধারাবাহিকতায় গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বিএনপি-জামাতজোট ষড়যন্ত্র করে গ্রেনেড হামলা চালিয়েছিল। বক্তরা অতি দ্রুত গ্রেনেড হামলার সাথে জড়িত নরপশুদের চিহ্নিত করে ফাঁসির দাবী জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য শেখ মাহমুদ ইসহাক, শিল্প বাণিজ্যিক বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, লবন শ্রমিকলীগ সভাপতি আব্দুল মতিন মাষ্টার, স্বাধীনতা নারী শক্তি সংগঠনের মহিলা নেত্রী ২৮ নং ওয়ার্ড আহবায়ক গোলতাজ বেগম শান্তা, ২৯ নং ওয়ার্ড আহবায়ক রোকসানা আক্তার ভুলু, ২৭ নং ওয়ার্ড আহবায়ক শাহিনুর আক্তার, ৩৬ নং ওয়ার্ড আহবায়ক আগ্রাবাদ মহিলা কলেজের অর্থনীতির অধ্যাপিকা বিবি মরিয়ম, ৩০ নং ওয়ার্ড যুগ্ম আহবায়ক মনিকা ভট্টাচার্য্য, ২৭ নং ওয়ার্ড আহবায়ক শাহিনুর আকতার, মহিলা নেত্রী জান্নাতুল ফেরদৌস, সায়মা সুলতানা, নাসিমা আকতার, আওয়ামীলীগ নেতা মোঃ জাহেদ, মোঃ ফরিদ, মোঃ আব্দুল মন্নান, মহানগর ছাত্রলীগ সহ-সম্পাদক মোঃ আরিফ, পান্না বণিক, সাইকা ঘোষ, ফাতেমার্তুজ জোহরা, ন্যান্সি, পারভিন আক্তার, আরজুমান মোহছেনা আক্তার, সুমাইয়া বেগম ও নাছিমা আক্তারসহ প্রমূখ।

শেয়ার করুন