চবিতে সীমানা প্রাচীর নিয়ে গ্রামবাসীর সাথে সংঘর্ষ, আহত ৫

চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সীমানা প্রাচীর নির্মাণের সময় গ্রামবাসী ও ঠিকাদারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঠিকাদারসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। হতাহতের মধ্যে ৩ জন ঠিকাদার ও ২ জন গ্রামবাসী রয়েছে। সংঘর্ষ হওয়ার পর ঘটনাস্থল থেকে কাউকে আটক করতে পারেনি পুলিশ । পুলিশের দাবি সীমানা প্রাচীর নির্মাণের সময় পুলিশকে জানানো হয়নি। ২০১৬ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকায় সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সেই ধারাবাহিকতায় শাহ জালাল হলের সামনে বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রিত জায়গায় সীমানা প্রাচীর নির্মাণ করে প্রশাসন।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ জালাল হলের সামনে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সূত্র জানায়,সীমানা প্রাচীর নিয়ে গ্রামবাসীদের কয়েকজন এসে শাহ জালাল হলের সামনে সীমানা প্রাচীরের কিছু অংশ ভেঙ্গে ফেলে। বৃহস্পতিবার ওই ভাঙা অংশ মেরামত করতে গেলে গ্রামবাসীর সঙ্গে ঠিকাদারদের সংঘর্ষ শুরু হয়। বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, বিশ্ববিদ্যালয় মেডিকেলে পাঁচজন আহত অবস্থায় ভর্তি হয়েছেন।

সংঘর্ষের পর বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের সঙ্গে বসেছেন বলে জানা গেছে ।

শেয়ার করুন