জাতীয় মানবাধিকার কমিশন ও চাইল্ড রাইটস অ্যাডভোকেসি যৌথ গোল টেবিল বৈঠক
নির্বাচনী কাজে শিশুদের ব্যবহার নয়

 

শিশুর প্রতি সহিংসতা বন্ধে করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক রোববার (২৭আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। জাতীয় মানবাধিকার কমিশন ও চাইল্ড রাইটস অ্যাডভোকেসি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ তুলে ধরেন সেভ দ্যা চিলড্রেনের চেয়ারম্যান মামুনুর রশিদ।

কাজী রিয়াজুল হকের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক রাজনৈতিক ও নির্বাচনী কর্মকাণ্ডে শিশুদের ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন। নির্বাচন কমিশনের সংলাপের সময় রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে কথা বলা প্রয়োজন মনে কাজী রিয়াজুল হক বলেন, জাতীয় নির্বাচন আসছে। রাজনৈতিক দলগুলো মিছিলসহ বিভিন্ন কর্মকাণ্ডে শিশুদের ব্যবহার করবে। বিশেষ করে বস্তিতে বসবাস করা শিশুদের ব্যবহারে তারা চাপ প্রয়োগ করবে। আমরা আহ্বান জানাব, শিশুদের যেন রাজনৈতিক বা নির্বাচনী কর্মকাণ্ডে ব্যবহার করা না হলে তাদের সুষ্ঠুভাবে বেড়ে ওঠা নিশ্চিত হবে।

এসময় অন্যদের মধ্যে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক শিফা হাফিজা প্রমুখ বক্তব্য রাখেন

শেয়ার করুন