ছিন্নমূল পথশিশু স্কুল ‘ঘুড়ি’তে শিক্ষা সামগ্রী বিতরণ

শিক্ষা সামগ্রী বিতরণ করছেন জিকু

চট্টগ্রাম :ফিরিঙ্গিবাজার ইয়াকুবনগরে অবস্থিত ছিন্নমূল পথশিশু স্কুল ‘ঘুড়ি’তে শিক্ষা সামগ্রী বিতরণ করেন কেন্দ্রিয় ছাত্রলীগ নেতা ইরফানূল আলম জিকু।
শনিবার (২৬ আগস্ট) তিনি এসব শিক্ষা সামগ্রী বিতরণ করে স্কুলের শিক্ষার্থীদের সাথে আনন্দঘন মূহুর্ত অতিবাহিত করেন এবং প্রতি মাসেই স্কুলে শিক্ষা সামগ্রী প্রদান করার কথা বলেন।

ইরফানূল আলম জিকু’র এমন শুভ উদ্যোগে সাড়া দেন ফিরিঙ্গীবাজার ওয়ার্ড ছাত্রলীগ নেতা ইরশাদুল আমিন মিয়া জাহিদ, সৈকত চৌধুরী, মো:নুরুউদ্দিন, অন্তুদাশ, ইফতেখারুল আলম সিয়াম, রবিউল আওয়াল, মো:আশরাফুল, মো:ফয়সাল অন্যান্য ছাত্ররা।

ছিন্নমূল পথশিশুদের জন্য পরিচালিত স্বেচ্ছাসেবী স্কুল ‘ ঘুড়ি’। সমাজে অবহেলিত শিশুদের শিক্ষার আলো দেয়ার তাগিদেই এমন একটি স্কুল প্রতিষ্ঠা করার চিন্তা আসে এই গল্পের কুশিলব মিশু দাশের মাথায়। বর্তমানে অস্থায়ী একটি ভাড়া ঘরেই চালাচ্ছেন প্রায় শতাধিক শিশুদের মাঝে শিক্ষার আলো বিতরণের কাজটি। বাচ্চাদের স্কুলের কার্যক্রম চালিয়ে নিতে প্রায়শই টানাপোড়েনের মুখে পড়তে হলেও হাল ছেড়ে দেন নি মিশু। জানুয়ারি ২০১৬ থেকে এখন অবধি আগলে রেখেছেন স্কুলটি।

শেয়ার করুন