মিয়ানমারের মংডু এলাকায় সহিংসতা
আহত আরো ৯ রোহিঙ্গা চমেক হাসপাতালে ভর্তি

চট্টগ্রাম: মিয়ানমারের মংডু এলাকায় সহিংসতার ঘটনায় গুলিবিদ্ধ ও আগুনে পোড়া আরও ৯ রোহিঙ্গাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে ৯ জনসহ গত তিন দিনে মোট ১৭ জন রোহিঙ্গা হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে মুছা নামে একজনের মৃত্যু হয়েছে। অন্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

৯ রোহিঙ্গারা হলেন, মংডুর হাসুরমা গ্রামের বাসিন্দা মামুনুর রশিদ (২৭), একই এলাকার নুরুল হাকিম (২৬), শীলখালী গ্রামের মো. শাকের (২৭), ধুমাখালী গ্রামের মো. সাদেক (২০), একই গ্রামের জাহেদ হোসেন (২০), নাইয়্যাদং গ্রামের নুরুল সালাম (১৫), আওয়ারবিল গ্রামের পারভেজ (২০), আবুল কাশেম (২৭) ও নুরুল আমিন (২২)। এদের মধ্যে পারভেজ ও কাশেম আগুনে পুড়ে আহত হন। তাদেরকে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রবিবার (২৭ আগস্ট) গভীর রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত তাদেরকে চমেক হাসপাতালে আনা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক)দায়িত্বরত পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন