চাঙ্গা হয়ে উঠেনি চট্টগ্রামে পশুর হাট
সাগরিকায় পশুর সংখ্যা কম

 চট্টগ্রাম: বন্দর নগরীতে কোরবানির পশুর হাট গুলো এখনো চাঙ্গা হয়ে উঠেনি। সাগরিকা গরুর বাজারে ক্রেতা শূণ্যে ভুগছেন গরু ব্যবসায়ীরা। গুটি কয়েক স্থানীয় ক্রেতা থাকলেও অধিক সংখ্যক ক্রেতা এখনো হাটগুলোতে দেখা যায়নি। ব্যবসায়ীরা গরুর যত্নে ব্যস্ত রয়েছেন। প্রতি বছরের তুলনায় এ বছর গরুর সংখ্যা অনেক কম।

সোমবার (২৮আগস্ট) নগরীর প্রধান গরুর বাজার সাগরিকা গরুর বাজারে সরেজমিনে ঘুরে দেখা গেছে, প্রতি বছরের তুলনায় এ বছর কম সংখ্যক জায়গা নিয়ে সাগরকিা গরুর বাজার বসানো হয়েছে। এ কে খান মাঠ ও এর আশপাশের খালি জায়গাগুলোতে কোন গরুর হাট বসানো হয়নি। জানা গেছে, প্রতি বছর আকবর মামা নামক এক হাট ইজারাদার এ কে খান মাঠসহ রাস্তার অপর পাশের জায়গাগুলো ইজারা নিতেন। এবছর তিনি শুধু বিবিরহাট বাজার,ছুন্নিয়া মাদ্রাসা মাঠ ইজারা পেয়েছেন। এদিকে সাগরিকা বাজারে ছোট-মাঝারি সাইজের গরুর সংখ্যা কম। বেশীর ভাগ বড় গরু দেখা গিয়েছে। কুষ্টিয়া, নাটোর, রংপুর, চাঁপাই, পাবনা,যশোর ইত্যাদি জেলার গরুর পাশাপাশি ইন্ডিয়ান গরুও দেখা গিয়েছে। কিন্তু চট্টগ্রামের আশপাশ এলাকার স্থানীয় গরু দেখা যায়নি। সাগরিকা গরুর বাজারে কলা বাগান মাঠের পাশে রফিক মামার হাটে কুষ্টিয়া থেকে আগত গরুর ব্যবসায়ী মো.বাতেন বলেন, প্রতিবছরের সতো এবারও সতেরটি গরু নিয়ে এসেছি। একটি গরু ১২মণ থেকে শুরু করে ২৫মণ পর্যন্ত আছে। যার একটির দাম পনের লক্ষ টাকার উপরে রয়েছে। বেচকেনার কথা বলতে গিয়ে ব্যবসায়ী বাতেন বলেন, এখনও পর্যাপ্ত পরিমান ক্রেতা বাজারে ঢোকেনি। তবে বুধবার বেচাকেনা পুরোদমে শুরু হবে বলে আশা করেন তিনি।

এদিকে এবার প্রথমবারের মত রাস্তার আশেপাশে খুঁটি বসানো হয়নি। যার ফলে গরুর গাড়ীগুলো অবাধে বাজরে ঢুকছে। গরু নামাতেও কারো সাথে বাকবিতন্ডতা করতে হচ্ছে না। জাল নোট সনাক্ত করণের জন্য বিভিন্ন ব্যংক থেকে বুথ বসানো হয়েছে। ক্রেতা না থাকার কারণে বুথে দায়িত্বরতদের মাঝে কাজে স্থবিরতা নেমে এসেছে। ব্যবসায়ী ও ক্রেতা সাধারনের নিরাপত্তা নিশ্চিতকরণে আইন শৃঙ্খলা বাহিনীর ক্যাম্প খোলা হয়েছে। একই সাথে কাজ করছে হাট ইজারাদারের বলেন্টিয়াররা।

এবারো চট্টগ্রাম মহানগরীতে স্থায়ী দুটি পশুর হাটের পাশাপাশি অস্থায়ী ছয়টি হাটে কোরবানির পশু বেচাকেনার সিদ্ধান্ত দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। সাগরিকা ও বিবির হাট স্থায়ী পশুর হাট ছাড়াও কর্ণফুলী পশু বাজার, স্টিল মিল পশুবাজার, পতেঙ্গা সিটি করপোরেশন উচ্চবিদ্যালয় মাঠ (কাটগড়) বাজার, পোস্তারপাড় স্কুল মাঠে পশুর বাজার বসছে এবার। চার হাটের ইজারা দেয়া হয়েছে তিন কোটি ৬১ লাখ ৮১ হাজার টাকায়।

 

শেয়ার করুন