আল আরাফাত একাডেমির শিক্ষাবৃত্তি পরিচালনা পর্ষদের সভা

চট্টগ্রাম : নগরের অক্সিজেনস্থ আল আরাফাত ইসালামী একাডেমী শিক্ষাবৃত্তি ২০১৭ এর পরিচালনা পর্ষদের এক সভা সোমবার (২৮ আগস্ট) সকাল ১১টায় একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এইচ.এম. আশরাফ বিন ইয়াকুব। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষণ কাউন্সিলের চেয়ারম্যান কলামিষ্ঠ মাহমুদুল হক আনসারী, বক্তব্য রাখেন মোহাম্মদ আলমগীর, আকতার হোসাইন, আরিফুল্লাহ কুতুবী, শাহদাত হোসেন ওয়াজীদি, মোহাম্মদ মঈনুদ্দীন, মোহাম্মদ দিদার আলম, মোহাম্মদ ফোরকান প্রমূখ।

সভায় আগামী ডিসেম্বর মাসের ২০-৩১ তারিখের মধ্যে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বলে জানানো হয়। জানুয়ারী ২০১৮ইং এর ১-১০ তারিখের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হবে। সভায় জানানো হয়, বৃত্তি প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের ফলাফল ছবিসহ স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত হবে। সভায় আরও জানানো হয় উত্তীর্ণ শিক্ষার্থীদের আকর্ষণীয় পুরস্কারে ভূষিত করা হবে। শিক্ষাবৃত্তি অনুষ্ঠান সর্বাত্মক ভাবে সফল করতে আল আলাফাত ইসলামীক একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক এইচ.এম. মাওলানা আশরাফ বিন ইয়াকুবকে আহবায়ক মোহাম্মদ আলমগীরকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন মোহাম্মদ আরিফ উল্লাহ কুতুবী, মোহাম্মদ শাহদাত হোসেন ওয়াজীদি, মোহাম্মদ মঈনুদ্দীন, মোহাম্মদ দিদার ও মোহাম্মদ ফোরকান।

সভায় প্রধান অতিথি কলামিষ্ট মাহমুদুল হক আনসারী বলেন-ছাত্র / ছাত্রীদের সৃজনশীল মেধা বিকাশে সংস্কৃতি চর্চার বিকল্প নেই। আল আরাফাত ইসলামিক একাডেমি কর্তৃক বৃত্তি পরীক্ষা সফল করতে তিনি সকলকে আহবান জানান।

শেয়ার করুন