শোভনদন্ডী কলেজে বঙ্গবন্ধু শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শোভনদন্ডী কলেজে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করছেন শিক্ষা বোর্ডের সহকারি কলেজ পরিদর্শক আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম : পটিয়ার শোভনদন্ডী স্কুল এন্ড কলেজে বঙ্গবন্ধু শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ২৬ আগস্ট কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ মো: হামিদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সহকারি কলেজ পরিদর্শক আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন গভর্নিং বডির সদস্য আবু সালেহ পারভেজ, সাংবাদিক মো: আইয়ুব আলী, জামাল উদ্দিন আহমদ, প্রাক্তন সদস্য আবুল কাশেম। অধ্যাপক বিধান চক্রবর্ত্তী’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক আবু মোহাং ইউছুপ চৌধুরী, অধ্যাপিকা তৃপ্তিকণা মজুমদার, অধ্যাপিকা সিফাত শারমিন চৌধুরী, অধ্যাপক রফিক উদ্দিন, অধ্যাপক মোশাররফ হোসাইন ফারুকী, অধ্যাপিকা শরীফুন্নেচ্ছা বেগম, অধ্যাপক বেলাল উদ্দিন, সহকারি প্রধান শিক্ষক বিপ্লব বড়–য়া প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে আবুল কাশেম ফজলুল হক বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে শিশু-কিশোরদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এর আগে কলেজ পরিদর্শক স্কুল এন্ড কলেজের বিভিন্ন ক্লাস পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীরা ভবিষ্যতে যাতে ঈর্ষণীয় ফলাফল অর্জন করতে পারে, সে ব্যাপারে দিকনির্দেশনা দেন। পরে কলেজ পরিদর্শক শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের আপনাদের নিজের সন্তান মনে করে পাঠদান করতে হবে। শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করলে প্রতিষ্ঠানের পাশাপাশি আপনাদের সুনামও বৃদ্ধি পাবে।

শেয়ার করুন