বে-টার্মিনাল নির্মাণে সহযোগিতার আশ্বাস ভারতের

চট্টগ্রাম: ভারতের ডেপুটি হাইকমিশনার ড. আদর্শ সোয়াইকা বলেছেন, বে- টার্মিনাল নির্মানে ভারত সহযোগিতা করবে। এছাড়া মংলা, ভেড়ামারা ও মিরসরাইয়ে তিনটি ইকনোমিক জোন স্থাপন করে শিল্পকারখানা গড়ে তোলার লক্ষ্যেও ভারতের সহযোগিতার কথা জানিয়েছেন ভারতের ডেপুটি হাইকমিশনার। বাংলাদেশ শিল্প উৎপাদনের ক্ষেত্রে ৩০ শতাংশ উন্নতি করেছে উল্লেখ করে তিনি বলেন,দুদেশের মধ্যে গত দুই বছরে সম্পাদিত ৬০টি চুক্তির মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা অনন্য মাত্রা অর্জন করেছে। তিনি পানগাঁও এবং কলকাতা বন্দরের মধ্যে কার্যক্রম বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে সিসিসিআই সভাপতি মাহবুবুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ভারতীয় ডেপুটি হাই কমিশনার এসব কথা জানান।

দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) ও ‘ইন্ডিয়া-বাংলাদেশ বাইলেটারেল ট্রেড অ্যান্ড কমার্শিয়াল রিলেশন্স: স্পেশাল ফোকাস অন ওয়াটারওয়েজ কানেক্টিভিটি অ্যান্ড কোস্টাল শিপিং’ এ সেমিনারের আয়োজন করে।

শেয়ার করুন