মানুষ মানুষের জন্য
শিশু মিনাকে রক্ত দিলেন সাতকানিয়া থানার ওসি

চট্টগ্রাম:দশ বছরের ছোট্ট শিশু মিনা দীর্ঘদিন জটিল রোগে আক্রান্ত। চিকিৎসকের পরামর্শ অনুযায়ি নিয়মিত তাকে রক্ত দিতে হয়। রীতিমত মেয়ের জন্য রক্ত জোগাড় করা মিনার বাবা সুকুমারের পক্ষে সম্ভব নয়। সুকুমারের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অনুচক্রিকা’।

জানা গেছে,মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে সাতকানিয়া ডায়াবেটিস জেনারেল হাসপাতালে সুকুমার দাশ মিনাকে নিয়ে সকাল থেকে হাসপাতালের আউটডোরে অপেক্ষা করছিলেন যদি অনুচক্রিকা কোনো রক্তদাতার সন্ধান পান। কিন্তু রাখে আল্লাহ মারে কে? যেন কথাটি সত্যি হয়ে গেল। মিনার রক্তের গ্রুপ বি পজেটিভ। বি পজেটিভ রক্ত হাসপাতার কর্তৃপক্ষের কাছেও ছিল না। ‘অনুচক্রিকা’ সংগঠনের সদস্য মো. এনামুল হকের মাধ্যমে জানার পর মিনাকে রক্ত দিতে আসেন সাতকানিয়া থানার ওসি মো. রফিকুল হোসেন। মিনার বাবা পেশায় একজন মুচি।

শেয়ার করুন