হযরত শাহসুফী সৈয়দ নুরুল বখতেয়ার শাহ্(রাঃ) মাইজভান্ডারীর বার্ষিক ওরশ সম্পন্ন

চট্টগ্রাম : বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক (ক:) মাইজভাণ্ডারীর প্রধান খলিফা মাইজভান্ডারী দর্শনের মানসপুত্র কুতুবুল ইরশাদ হযরত শাহ্সুফী সৈয়দ নুরুল বখতেয়ার শাহ্ (রাঃ) মাইজভান্ডারীর পবিত্র ২৮তম বার্ষিক ওরশ শরীফ ২১ আগষ্ট ৬ ভাদ্র সোমবার ফটিকছড়ির বক্তপুর ভান্ডার সৈয়দ বাড়ীর মাজার প্রাঙ্গনে মহাসমারোহে অনুষ্ঠিত হয়।

কর্মসূচীর মধ্যে ছিল খতমে কোরআন, খতমে গাউছিয়া, খতমে খাজেগান, আলোচনা সভা, মিলাদ মাহফিল, মাইজভান্ডারী ছেমা ও কাওয়ালী মাহফিল এবং আখেরী মোনাজাত।

বক্তপুর ভান্ডার পরিচালনা পর্ষদের সভাপতি সৈয়দ জাবের সরোয়ারের সভাপতিত্বে ও সৈয়দ মোহাম্মদ কাইয়ুমের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তপুর ভান্ডার শরীফের সাজ্জাদানশ্বীন শাহাজাদা সৈয়দ নুরুল আতাহার আসিফ। বিশেষ অতিথি ছিলেন শাহান শাহ হযরত সৈয়দ জিয়াউল হক (কঃ) মাইজভান্ডারীর রওজা শরীফের প্রধান খাদেম হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, চট্টগ্রাম কাজীর দেউরী কাজী বাড়ি শাহী জামে মসজিদের খতিব মাওলানা কে এম বেলাল হোসাইন মাইজভান্ডারী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের সিনিয়র ম্যানেজার মো: কামরুজ্জামান, সৈয়দ মুনির আকতার, মাওলানা ইকবাল ইউসুফ, ডা: আমান উল­াহ, সৈয়দ কামরুল আহসান, জাকের হোসেন, সৈয়দ মোহাম্মদ কাইয়ুম, এস এম আবুল ফয়েজ, এস এম ইকবালুর রহমান বাবুল, সৈয়দ জাহাঙ্গীর, অধ্যাপক সৈয়দ শাহজাহান, নূর খালেদ, সৈয়দ শওকত হোসেন, জাবেদ আলম খোকন, এস, এম শাহেদ, কাজী জিয়াউর রহমান লিটন, মাহবুবুল আলম সওদাগর, লায়ন আবদুস ছালাম পিপুল, তাহমিনা বেলী, জেনিফার আক্তার রুপসা, সৈয়দ আকরাম, মোহাম্মদ আবুল বাশার তালুকদার, শেখ নজরুল ইসলাম, আলাউদ্দিন, এম মোফাচ্ছেল, রিয়াদ হোসেন সাজ্জাদ, শহীদুল করিম নয়ন, আবু জাকারিয়া, মুজিবুল ইসলাম, সুকান্ত রায়, প্রশান্ত রায়, এম জামশেদুর রহমান সায়েম, ফরহাদ মঞ্জু, আনোয়ার হোসেন, সুরভি আক্তার, আহসান উল­াহ বাবু, আজাদ হোসেন, শাহনেওয়াজ রাব্বি, সোখন, মো: সাজ্জাদ, জিয়াউল হাসান ইমন, শিল্পী আবুল কালাম প্রমুখ। সভায় বক্তরা প্রচার বিমুখ অলি হযরত শাহসুফী সৈয়দ নুরুল বখতেয়ার শাহ্(রাঃ) মাইজভান্ডারীর জীবনী ও মাইজভান্ডারী দর্শনে উজ্জীবিত হয়ে চরিত্র গঠনের উপর গুরুত্ব আলোকপাত করেন। মিলাদ খিয়াম ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ। মাইজভান্ডারী ছেমা ও কাওয়ালী মাহফিল পরিচালনা করেন সৈয়দ মোহম্মদ আদিল মাহাবুব আকবরী , সৈয়দ জাবের সরোয়ার ও মফিজ উদ্দিন, পরিশেষে নেয়াজ বিতারণ করা হয়।

শেয়ার করুন