গাজীপুরে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৫

গাজীপুর : জেলার শ্রীপুর পৌর শহরের ২নং সিএন্ডবি বাজার (বেড়াইদেরচালা) এলাকায় মেলায় অভিযান চালিয়ে ২৩ জুয়াড়ীকে কারাদন্ড দেয়ার দুই দিন পর ২৯ আগস্ট (মঙ্গলবার) মেলায় কার্যক্রম শুরু করার খবরে অভিযান চালিয়ে পুনরায় মেলা ভেঙ্গে দিয়েছে শ্রীপুর থানা পুলিশ। এসময় ৫ জনকে আটক করেছে পুলিশ।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, রবিবার রাতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অনুমোদনহীন মেলার নামে জুয়ার আসর ভেঙ্গে দিয়েছিল। পরবর্তীতে মঙ্গলবার পুনরায় গোপনে মেলা চালু করার উদ্যোগ নিলে গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদের নির্দেশে শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে মঙ্গলবার বিকেলে মেলার স্থাপনা ভেঙ্গে মেলার আয়োজক ও জুয়াড়ীসহ ৫ জনকে আটক করা হয়েছে।

আটকৃতরা হলেন, গাজীপুর সদর উপজেলার পিরুজআলী গ্রামের মৃত আমান উল্ল্যাহ্ ছেলে লিটন (৩৯), কিশোরগঞ্জ জেলার খিলপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে আলামিন (৩০), কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার গণি মোল্ল্যার ছেলে মাহাবুবুল আলম (৪৫), গাজীপুর জেলার শ্রীপুর পৌর এলাকার বেড়াইদেরচালা গ্রামের মহিউদ্দিনের ছেলে ইমন হোসেন (১৮) ও একই এলাকার রহিম মিয়ার ছেলে সজিব রহমান (১৮)। তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ভেঙ্গে দেয়ার তিনদিনের মধ্যে আবার এই মেলার নামে অসামাজিক কার্যকলাপ শুরু হওয়ার সংবাদ অভিযান চালানো হয়েছে। কোন ভাবেই শ্রীপুরে মেলার নামে অসামাজিকতা চলতে দেয়া হবে না।