বজ্রপাতে বাবা মেয়েসহ ৪ জনের মৃত্যু খাগড়াছড়িতে

খাগড়াছড়ি : জেলার মাটিরাঙা ও ভাইবোনছড়া এলাকায় বজ্রপাতে বাবা মেয়েসহ ৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ আগস্ট) বিকাল ৫টার দিকে বসতঘরে আকস্মিক বজ্রপাতে মাটিরাঙা উপজেলার তবলছড়ি ইউনিয়নের মিলন কার্বারী পাড়া এলাকায় নন্দ মোহন ত্রিপুরা (৪৫) তার মেয়ে ললিতা ত্রিপুরা (১৬) ও চাচাত ভাই মিথুন চন্দ্র ত্রিপুরা নিজ বাড়ির আঙিনায় মারা যান। একই সময় খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া বিলপাড়া গ্রামের বিন্দু কুমার চাকমার ছেলে মিল্টু চাকমার মৃত্যু হয়েছে।

মটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন টিটু জানান, তবলছড়ি ইউনিয়নের মিলন কার্বারী পাড়ায় বাবা মেয়েসহ ৩ জন বজ্রাহত রাত ৮টায় তাদের পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক ডা. শফিকুর রহমান তাদের মৃত ঘোষণা করেন।

জানা যায়, মৃত নন্দ মোহন ত্রিপুরা পেশায় একজন কৃষক, তার মেয়ে ললিতা ত্রিপুরা তবলছড়ি কদমতলি টিকে উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী এবং নিহত মিথুন চন্দ্র ত্রিপুরা তবলছড়ি গ্রীনহিল কলেজে এইচএসসি ২য় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থী।

ভাইবোনছড়া ইউপি চেয়ারম্যান পরিমল ত্রিপুরা জানান, মৃত মিল্টু চাকমা তার ঘরের দরজার সমনে দাঁড়িয়েছিল বজ্রপাত থেমে যাওয়ার পর হঠাৎ সে মাথা ঘুরে পরে যায়। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। ৪ জনের মৃত্যুর ঘটনায় তবলছড়ি ইউনিয়নের মিলন কার্বারী পাড়া ও ভাইবোনছড়া বিলপাড়া গ্রামে নেমে আসে শোকের ছায়া।