সনাতন সমাজ কল্যাণ পরিষদের আয়োজন
খাগড়াছড়িতে ৫ গুণী ৩ বিসিএস কৃতি সংবর্ধিত

খাগড়াছড়ি : ৫ গুণী ও ৩ বিসিএস কৃতি শিক্ষার্থীকে সংবর্ধিত করেছে সনাতন সমাজ কল্যাণ পরিষদ।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় স্থানীয় অরুনিমা কমিনিউটি সেন্টারে সনাতন সমাজ কল্যাণ পরিষদ খাগড়াছড়ি সদর উপজেলা কমিটির উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাজ সেবায় স্বর্গীয় শ্রী-সতীশ চন্দ্র দে (মরনোত্তর), স্বর্গীয় শ্রী-মনমোহন দেব (মরনোত্তর), স্বর্গীয় শ্রী-রবীন্দ্র লাল দে (মরনোত্তর), শ্রী-গৌরাঙ্গ সেন ও শ্রী-সুধীর চন্দ্র দত্তকে গুণীজন হিসেবে সংবর্ধনা দেওয়া হয়েছে।

কৃতি হিসেবে, বিসিএস (স্বাস্থ্য) জুনিয়র কনসালটেন্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ডাক্তার পলাশ নাগ, বিসিএস (প্রশাসন) সিনিয়র সহকারী সচিব হিসেবে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা পদে কর্মরত শ্রী-সত্যজিত রায় দাশ ও সহকারী নিবন্ধক, সমবায় অধিদপ্ত, ঢাকায় কর্মরত বিসিএস (সমবায়) শ্রীমতি মলি­কা রাণী দাশকে সংবর্ধিত করা হয়।

সনাতন সমাজ কল্যাণ পরিষদের সদর উপজেলা কমিটির সভাপতি শ্রী-সমর কৃষ্ণ চক্রবর্তী’র সভাপতিত্বে অনুষ্ঠিত, গুণীজন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি ২৯৮ নং আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে, খাগড়াছড়ি সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল জি এম সোহাগ, পিএসসি, পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্মলেন্দু চৌধুরী, বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার আহবায়ক তপন কান্তি দে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা সাধারণ সম্পাদক তরুন কুমার ভট্টচার্য্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শ্রী সুজিত কান্তি দাশ সাধারণ সম্পাদক সনাতন সমাজ কল্যাণ পরিষদ সদর উপজেলা কমিটি, ডাক্তার পলাশ নাগ, বিসিএস (স্বাস্থ্য), শ্রী সত্যজিত রায় দাশ, বিসিএস (প্রশাসন), শ্রীমতি মলি­কা রাণী দাশ, বিসিএস (সমবায়) ও প্রভাত তালুকদার প্রমুখ।.