চট্টগ্রামে অসি স্পিনারদের দাপট

চট্টগ্রামে অসি স্পিনারদের দাপটে ঢাকা টেস্টের সাফল্য ধরে রাখতে পারল না টাইগার বাহিনী। প্রথম ইনিংসে ১১৭ রানের মধ্যেই বাংলাদেশের শীর্ষ পাঁচ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠায় নাথান লিয়ন ও অ্যাস্টন এগার। ঢাকা টেস্টে দুই ইনিংসেই হাফসেঞ্চুরি করা তামিম ইকবালও নিজ শহর চট্টগ্রামে সুবিধা করতে পারেননি। দলীয় ১৩ রানে ফিরে যান তামিম (৯)। নাথান লিয়ন প্রথম চারটি উইকেট নিয়েছিলেন। এবার সাকিবকে আউট করে সেই প্রথম সাফল্য পেলেন এগার।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার সকালে টস জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ২১ রানে তামিম-ইমরুলের উইকেট হারায় বাংলাদেশ। ঢাকা টেস্টে দুই ইনিংসেই হাফসেঞ্চুরি করা তামিম ইকবাল নিজ শহর চট্টগ্রামে সুবিধা করতে পারেননি। দলীয় ১৩ রানে ফিরে যান তামিম (৯)।

এ অবস্থায় ওপেনার সৌম্য সরকার ও নতুনভাবে একাদশে জায়গা পাওয়া মুমিনুল হক এগিয়ে যাচ্ছিলেন। তবে লাঞ্চের ঠিক আগ মুহূর্তে এলবিডব্লিউর ফাঁদে পড়ে ৩৩ রান করে মাঠ ছাড়েন সৌম্য। দলীয় ১১৭ রানে সবশেষ সাকিব আল হাসান (২৪) এগারের বলে উইকেটের পেছনে এগারের হাতে ধরা পড়েন।

শেয়ার করুন