বাংলাাদেশ প্রথম ইনিংসে সংগ্রহ ৩০৫ রান

চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শুরুটা নড়বরে হলেও দ্বিতীয় দিনের শেষটা বেশ উজ্জ্বল, আলোকিত, ঝকঝকে। চিকচিক রোদ-মেশানো হিরিকুচি বৃষ্টির মাঝেই সিরিজ জয়ের হাতছানি দেখতে পাচ্ছে টীম বাংলাদেশ। প্রয়োজন দৃঢ়তা। অবশ্য মঙ্গলবার সেই দৃঢ়তার পরীক্ষাও দিয়েছে মুশফিক বাহিনী। অবশেষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৩০৫ রান সংগ্রহ করেছে টীম বাংলাদেশ। আগের দিনের ৬ উইকেটে ২৫৩ রান নিয়ে খেলা শুরু করে মঙ্গলবার বাকি চার উইকেট হারিয়ে আরো ৫২ রান যোগ করতে সক্ষম হয় টাইগাররা বাহিনী।

মেহেদি হাসান মিরাজ রান আউট হয়েছেন। বাকি ৯টি উইকেটই নিয়েছেন অসি স্পিনাররা। ৯৪ রান দিয়ে নাথান লিয়ন একাই তুলে নেন ৭ উইকেট। মুশফিকুর রহিম ৬৮, সাব্বির রহমান ৬৬ ও নাসির হোসেন ৪৫ রান করেছেন।

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ২০ রানে জয়লাভ করে বাংলাদেশ। ফলে সিরিজে টাইগাররা এগিয়ে আছে ১-০ ব্যবধানে। এই ম্যাচে জয় অথবা ড্র-ই বাংলাদেশের সিরিজ জয়ের জন্য যথেষ্ট হবে। আর তা হলে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের পর কোনো দলের পক্ষে প্রথম টেস্ট সিরিজ জিতবে লাল-সবুজের দল টীম বাংলাদেশ।

অস্ট্রেলিয়ান স্পিন বলার ন্যাথান লিয়নের বিষেই নীল টাইগাররা। তবে শেষ দিকের ব্যাটসম্যানদের দৃঢ়তায় ৩০০ পেরোতে পেরেছে মুশফিক বাহিনী।

আশঙ্কা জেগেছিল ৩০০ পার করতে পারবে কি টাইগার বাহিনী? সব আশংকা উবে ম্যাক্সওয়েলকে যখন উড়িয়ে মেরে তাইজুল মাঠের বাইরে বল আছড়ে ফেললেন ততক্ষণে ৩০০ রান পার টাইগারদের। ন্যাথান লিয়নের বিধ্বংসী বোলিং সত্ত্বেও ৩০৫ রান করে ১ম ইনিংসে অলআউট হয়েছে টাইগাররা।

স্কোর : বাংলাদেশ ১ম ইনিংস: ৯০ ওভারে ২৫৩/৬ (তামিম ৯, সৌম্য ৩৩, ইমরুল ৪, মুমিনুল ৩১, সাকিব ২৪, মুশফিক ৬২*, সাব্বির ৬৬, নাসির ১৯*; কামিন্স ০/৩৩, লায়ন ৫/৭৭, ও’কিফ ০/৭০, অ্যাগার ১/৪৬, ম্যাক্সওয়েল ০/৬, কার্টরাইট ০/১৬)

শেয়ার করুন