আনোয়ারায় বেড়িবাঁধ নির্মাণ কাজ যথাযথভাবে বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

-আনোয়ারায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ যথাযথ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন। ছবি : নয়াবাংলা

আনোয়ারায় টেকসই বেড়িবাঁধসহ সিসি ব্লক নির্মাণে সরকারের বরাদ্দকৃত বাজেটের যথাযথ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে জুঁইদন্ডী ইউনিয়ন ছাত্রসমাজ নামের একটি সংগঠন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার জুঁইদন্ডী লামার বাজার এলাকায় এ মানববন্ধন পালিত হয়।

মানববন্ধনে এলাকার ছাত্রসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনশেষে সংগঠক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জুঁইদন্ডী ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগঠক মো.জালাল উদ্দিন, আশরাফ রাসেল, নুরুল আবছার, আরমানুল করিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিদুয়ানুল হক রিয়াদ, সাবেক ইউপি সদস্য আবুল হাশেম, মধ্য জুঁইদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোকতার আহমদ, সরকারি সিটি কলেজের ছাত্র আবু সুফিয়ান ও শহীদুল ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, ভাঙ্গা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠানসহ অসংখ্য ঘরবাড়ি প্লাবিত হচ্ছে। প্রতিনিয়ত ভাঙ্গনের কবলে পড়ে শত শত ঘরবাড়ি নদীগর্ভে বিলিন হচ্ছে। এ থেকে রক্ষা পেতে তারা দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ কাজ শুরু এবং এ কাজে সরকারের বরাদ্দকৃত বাজেটের যথাযথ বাস্তবায়নের দাবি জানান।