চট্টগ্রামে তিন খুনের আসামি যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

যুবলীগ নেতা ফজলুল করিম

চট্টগ্রাম : মিরসরাই উপজেলায় তিন খুনের মামলার আসামি যুবলীগ নেতা ফজলুল করিমকে (৩০) কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। সে ঈদ করতে বাড়ি এলে পূর্ব ঘটনার জেরে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে দমদমা গ্রামের বোরহান উদ্দিনের দোকান এলাকায় তাকে উপর্যুপরি কুপিয়ে ও পিটিয়ে ফেলে রেখে যায় প্রতিপক্ষ। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠায় পুলিশ। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টায় তার মৃত্যু হয়।

উপজেলার নিজামপুর পুলিশ ফাঁড়ির অফিসার্স ইনচার্জ জহির উদ্দিন জানান, নিজামপুর ওয়াহেদপুর ইউনিয়নের ফরফরিয়া গ্রামের শফিউল আলমের ছেলে ফজলুল করিম। দীর্ঘদিন কয়েকটি খুনের মামলায় পলাতক ছিল সে। এবার ঈদ করতে সে বাড়ি এলে পূর্ব ঘটনার জেরে মঙ্গলবার দুপুর ১টায় দমদমা গ্রামের বোরহান উদ্দিনের দোকান এলাকায় তাকে উপর্যুপরি কুপিয়ে ও পিটিয়ে ফেলে রেখে যায়। একপর্যায়ে মিরসরাই থানার পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে মস্তান নগর এবং আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে পাঠায়। পুলিশ আরও জানায়, নিহত ফজলু ২৫ জানুয়ারি ছাত্রলীগ কর্মী নুরুল আমিন মুহুরি হত্যার ১ নম্বর আসামি, এক বছর পূর্বে সাহেরখালীর তৌহিদ হত্যার ২ নম্বর আসামি এবং কমলদহ এলাকায় মমতাজ উদ্দিন টিপু হত্যা মামলার ৫ নম্বর আসামি। স্থানীয় ওয়াহেদপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল কবির ফিরোজ জানান, হামলার স্বীকার ফজলু ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তবে ইতিমধ্যে ফরফরিয়া গ্রামে ও স্থানীয় পর্যায়ের বিরোধ কেন্দ্রিক দীর্ঘদিনের বিভিন্ন ঘটনার জের ধরেই এ ঘটনা ঘটেছে। মিরসরাই থানার ওসি (তদন্ত) রমিজ উদ্দিন জানান, পুরো ঘটনা তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন