নতুন এসেসমেন্টে পৌরকর পরিশোধের আশ্বাস
অসুস্থ মেয়রকে দেখতে গেলেন বন্দর চেয়ারম্যান

মেয়রের বাসভবনে অসুস্থ মেয়রকে দেখতে এলেন বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল। ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম : সদ্য সমাপ্ত এসেসমেন্ট অনুযায়ী চলতি অর্থ বছরে (২০১৭–২০১৮) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ধার্যকৃত পৌরকর শীঘ্রই পরিশোধ করা হবে বলে মেয়র আ.জ.ম নাছির উদ্দিনকে আশ্বস্ত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে আন্দরকিল্লাস্থ বাসভবনে অসুস্থ মেয়রকে দেখতে যান বন্দর চেয়ারম্যান। এসময় চসিকের ধার্যকৃত পৌরকর নিয়ে কথা বলেন মেয়র। তখন শীঘ্রই বকেয়া পৌরকর পরিশোধ করা হবে বলে আশ্বস্ত করেন বন্দর চেয়ারম্যান।

চসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন অসুস্থ হয়ে তাঁর নিজ বাসভবনে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন। বুধবার (৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ মেয়রের বাসভবনে আসেন। তারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনের সাথে সাক্ষাত করে তাঁর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং কিছু সময় অবস্থান করে তাঁর চিকিৎসার খোঁজ খবর নেন। তারা আল্লাহর দরবারে মেয়রের আশু আরোগ্য কামনা করেন। সাক্ষাতে মেয়র আ জ ম নাছির উদ্দীন বন্দর কর্তৃপক্ষের সাথে বন্দরের নানা বিষয়ে কথা বলেন।

এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল, মেম্বার ইঞ্জিনিয়ারিং কমোডর জুলফিকার আজিজ, মেম্বার এডমিন মোহাম্মদ জাফর আলম, মেম্বার হারবার এন্ড মেরিন কমোডর শাহিন রহমান, সচিব মো. ওমর ফারুকসহ বন্দর কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন