আনোয়ারায় নারী সাংসদ ওয়াসিকার গণসংবর্ধনায় চবি উপ-উপাচার্য
নারীর ক্ষমতায়নে চূড়ান্ত মডেল বাংলাদেশ

-আনোয়ারায় গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সংবর্ধিত অতিথি ওয়াসিকা আয়েশা খান এমপি। ছবি : প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড.শিরিন আখতার বলেছেন-বিশ্ববাসী এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। তারা বাংলাদেশকে অনুসরণ করছে। কারণ নারীর ক্ষমতায়নে বাংলাদেশ চূড়ান্ত মডেল।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বারখাইন-তৈলারদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সংরক্ষিত নারী সাংসদ ওয়াসিকা আয়েশা খানের গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মরহুম আতাউর রহমান খান কায়সারের সুযোগ্য কন্যা ওয়াসিকা আয়েশা খান কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি নির্বাচিত হওয়ায় স্থানীয়ভাবে এ সংবর্ধনা সভার আয়োজন করে নাগরিক কমিটি।

অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি নারী সাংসদ ওয়াসিকা আয়েশা খান তাঁর বক্তব্যে বলেছেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। পাশাপাশি দেশে নারী নেতৃত্বে এসেছে গতি। সবমিলিয়ে বাংলাদেশ দ্রুত সময়ের মধ্যে পরিণত হচ্ছে মধ্য আয়ের দেশে।

নাগরিক সংবর্ধনা কমিটির আহবায়ক বজল আহম্মদ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম খান সওগাত, দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদুল আলম, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক বোরহান উদ্দিন এমরান, জেলা কৃষকলীগের সহসভাপতি মোয়াজ্জেম হোসেন বাদল। জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা রাজিন দাশ রাহুলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেনমুক্তিযোদ্ধা আবদুল খালেক, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের এডহক কমিটির সদস্য আবুল বশর, আওয়ামীলীগ নেতা নাজিম উদ্দিন সুজন, আনোয়ারা উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য আজিজুল হক আজিজ, উপজেলা সেচ্ছাসেবকলীগের সহসভাপতি আবুল হাশেম, বৈরাগ ইউপি সদস্য মুছা তালুকদার, কক্সবাজার জেলা ছাত্রলীগের ছাত্রী সম্পাদিকা তাহমিনা আক্তার সোমা, কাজী ফেরদৌস বেগম ও জসিম উদ্দিন প্রমূখ।