রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বৌদ্ধ সংগঠন সমূহের মানববন্ধন

মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশী বৌদ্ধ সংগঠন সমূহের নেতৃবৃন্দের মানববন্ধনের একাংশ। ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম : মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতন নিপীড়নের প্রতিবাদে বাংলাদেশ বৌদ্ধ সংগঠন সমূহের এক মানববন্ধন শনিবার (৯ সেপ্টেম্বর) বেলা ৩টায় চট্টগ্রামের চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের যুগ্ম মহাসচিব বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী বৌদ্ধ নেতা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব এর সাধারণ সম্পাদক স্বপন কুমার বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান বিশিষ্ট বৌদ্ধ নেতা অজিত রঞ্জন বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক জননেতা মফিজুর রহমান।

মানববন্ধনে বক্তারা অং সান সুচিসহ জাতিসংঘ ও বিশ্বনেতৃবৃন্দকে এ মানবিক সমস্যা সমাধানে দ্রুত এগিয়ে আসার আহবান জানান। একই সঙ্গে মানবতার মহান দৃষ্টান্ত স্থাপন করে লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে কোন স্বার্থন্বেষী মহল যেন অরাজকতা সৃষ্টি করতে না পারে সেদিকে প্রশাসনের পদক্ষেপ আরো জোরদার করার জন্য বক্তারা অনুরোধ জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন- লায়ন আদর্শ কুমার বড়ুয়া, লোকপ্রিয় বড়ুয়া, সুদীপ বড়ুয়া, প্রকৌশলী মৃগাংক প্রসাদ বড়ুয়া, আলহাজ্ব সুফী মো. ইকবাল, প্রকৌশলী মৃণাল কান্তি বড়ুয়া, প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া, কর আইনজীবী জয়শান্ত বিকাশ বড়ুয়া, দেবপ্রিয় বড়ুয়া, পুষ্পেন বড়ুয়া কাজল, ড. সুব্রত বরণ বড়ুয়া, বিকাশ কুমার চৌধুরী, প্রকৌশলী সিমান্ত বড়ুয়া, প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া, ববিতা বড়ুয়া, পুরবী বড়ুয়া, ববি বড়ুয়া, এস. লোকজিৎ থের, এল অনুরুদ্ধ থের, এম. বোধিমিত্র থের, আশীষ বড়ুয়া, প্রীতিষ রঞ্জন বড়ুয়া, মিথুন বড়ুয়া, মানস বড়ুয়া, উত্তম বড়ুয়া, ত্রিদীপ বড়ুয়া, অভি বড়ুয়া, সিজার বড়ুয়া, সপু বড়ুয়া, অমরেশ চৌধুরী, প্রশান্ত বড়ুয়া, অঞ্চল কুমার তালুকদার, প্রদীপ কুমার বড়ুয়া, অনুপম বড়ুয়া পারু, রেভা বড়ুয়া, সঞ্চিতা বড়ুয়া, নিলীমা বড়ুয়া প্রমুখ।

শেয়ার করুন