সীতাকুণ্ড উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধনে প্রধানমন্ত্রী
বিদ্যুৎ ব্যবহারে সকলে মিতব্যয়ী হন

 


বিদ্যুৎ ব্যবহারে সকলে মিতব্যয়ী হন

চট্টগ্রাম: ভিডিও কনফারেন্সের মাধ্যমে সীতাকুণ্ড উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া আরও নয় উপজেলার শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম এবং ৫৫৮ মেগাওয়াট ক্ষমতার দুটি বিদ্যুৎকেন্দ্রেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ত্রিপুরা থেকে অতিরিক্ত ৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি নিয়েও আলোচনা করেন তিনি।

সবাইকে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দ্রুত বিদ্যুতের চাহিদা বৃদ্ধি জনগণের জীবনমান বৃদ্ধির বড় প্রমাণ। খাদ্যের পর বিদ্যুৎ ও যোগাযোগ খাতে জনগণের চাহিদা বাড়ায় অগ্রাধিকার বিবেচনায় এসব খাতের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।’

রোববার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বিভাগীয় কমিশনার রুহুল আমীন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা, জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী, সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য দিদারুল আলম, নগর পুলিশ কমিশনার ইকবাল বাহার, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামান, পুলিশ সুপার নুরে আলম মিনা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন