যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হামলার ১৬তম বর্ষপূর্তি
ভয়াল ৯/১১ হামলা দিবস আজ

ভয়াল ৯/১১ হামলা

আজ ভয়াল ৯/১১ হামলা দিবস। যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৯/১১ হামলার ১৬তম বর্ষপূর্তি । ২০০১ সালের ১১ সেপ্টেম্বর এ দিনটিতেই আমেরিকার রাজধানী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই মহানগর ওয়াশিংটন ডিসি এবং নিউইয়র্ক সিটিতে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়দার ১৯ সদস্য সুপরিকল্পিতভাবে চারটি যাত্রীবাহী বেসামরিক বিমান ছিনতাই করে বিমানগুলোর মার্কিন বিমান সংস্থার দুটি বিমান নিয়ে সরাসরি নিউইয়র্কের স্থানীয় সময় নয়টার দিকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’ খ্যাত নিউইয়র্কের সুউচ্চ সাউথ টাওয়ার’ ও নর্থ টাওয়ার’ ভবনে আত্মঘাতী বিমান হামলা চালায়। মুহূর্তের মধ্যে ধসে পড়ে বহুতল ভবন দুটো। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের হামলা এতটাই ভয়াবহ ছিল যে, বিশ্বের সর্বোচ্চ ভবন দুটো মানচিত্র থেকে পুরোপুরি মুছে যেতে সময় নিয়েছিল মাত্র দুই ঘণ্টা। ছিনতাই করা আরেকটি বিমান নিয়ে আমেরিকার প্রতিরক্ষা বিভাগের প্রধান কার্যালয় ও বিশ্বের অন্যতম সুরক্ষিত স্থান পেন্টাগনে হামলা চালানো হয়। এতে পেন্টাগনের অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়। হামলায় নষ্ট হয় প্রায় ১০ বিলিয়ন ডলার সমমূল্যের সম্পদ ও অবকাঠামো। সন্ত্রাসীদের হামলায় চারটি বিমানের ২২৭ জন যাত্রীসহ ৩ হাজারেরও বেশি বেসামরিক মানুষের প্রাণের স্পন্দন থামিয়ে দেয়। হামলার পেছনে সাবেক আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনের বিষয়টি প্রতিষ্ঠিত হয়েছে। ঘটনার পরপরই সন্দেহের তীর আল কায়দার ওপর গিয়ে পড়ে। প্রাথমিকভাবে নির্মম হামলাগুলোর সঙ্গে সংশি্লষ্টতার বিষয় অস্বীকার করলেও ২০০৪ সালে হামলার দায় স্বীকার করে নেন আল কায়দা প্রধান ওসামা বিন লাদেন।