ছড়িয়ে পড়া রোহিঙ্গা ঠেকাতে সড়ক-মহাসড়কে তল্লাশি জোরদার

কক্সবাজার : ঢাকা-চট্টগ্রাম ও সারাদেশে রোহিঙ্গাদের ছড়িয়ে পড়া ঠেকাতে কক্সবাজারের প্রবেশপথ সহ সড়ক-মহাসড়কে তল্লাশি জোরদার করেছে হাইওয়ে পুলিশ। বসানো হয়েছে অতিরক্তি চেকপোস্ট। জোরদার করা হয়েছে পুলিশি টহল। সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে মাইকিং করে রোহিঙ্গাদের কোথাও আসা-যাওয়া করতে অনুরোধ করা হচ্ছে। এক জায়গায় অবস্থানের কথা বারবার বলা হচ্ছে। কক্সবাজার থেকে যেন কোন রোহিঙ্গা বের হতে না পারে, তারা যেন সারাদেশে ছড়িয়ে পড়তে না পারে এজন্য রামু ক্রসিং মোড়, চকিরয়ার মালুমঘাট ও পটিয়া ক্রসিংয়ের তিনটি নিয়মিত চেকপোস্টে টহল জোরদার করা হয়েছে। সঙ্গে এসব স্থানে অতিরিক্ত তিনটি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। ইয়াবা ও নানান অপরাধে জড়িয়ে পড়ার সম্ভাবনায় নগরীর সিটি গেইটের বাইরে সীতাকুণ্ড থেকে কুমিল্লা পর্যন্ত চেকপোস্টগুলোতে রোহিঙ্গাদের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। যানবাহনে তল্লাশি করতে বলা হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে হাইওয়ে পুলিশের চট্টগ্রাম-কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার পরিতোষ ঘোষ।উখিয়া-টেকনাফের বিভিন্ন সড়ক ও সড়কের পাশে গড়ে ওঠা অস্থায়ী রোহিঙ্গা বসতি পরিদর্শন শেষে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, সড়কের পাশে রোহিঙ্গারা বসতি গড়ে তুলেছে। তারা এক জায়গায় বসে নেই। অনেকে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। এতে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। কক্সবাজার থেকে যেন কোন রোহিঙ্গা বের হয়ে সারাদেশে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য রামু ক্রসিং মোড়, চকিরয়ার মালুমঘাট ও পটিয়া ক্রসিংয়ের তিনটি নিয়মিত চেকপোস্টে টহল জোরদার করা হয়েছে। সঙ্গে এসব স্থানে অতিরিক্ত তিনটি চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

 

শেয়ার করুন