কৌশলে পালিয়ে যাওয়ার সময় ৯৪ রোহিঙ্গা আটক

চট্টগ্রাম: কক্সবাজার শহরের লিংক রোড এলাকায় চট্টগ্রাম ও ঢাকাগামী বাসে তল্লাশি চালিয়ে ৯৪ রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। এরা ঢাকা-চট্টগ্রামে আশ্রয় নেওয়ার জন্য কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল।

ঢাকা চট্টগ্রাম আশ্রয় নিতে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে কক্সবাজার শহরের লিংক রোড এলাকায় চট্টগ্রাম ও ঢাকাগামী বাসে তল্লাশি চালিয়ে ৯৪ রোহিঙ্গাকে আটকের খবর পাওয়া গেছে। তারমধ্যে সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বাসে তল্লাশি চালিয়ে ২১ রোহিঙ্গাকে আটক করা হয়। এর আগে (১০ সেপ্টেম্বর) রোববার রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত বিভিন্ন নৈশকোচে তল্লাশি চালিয়ে ৭৩ রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব ।

কক্সবাজারস্থ র‌্যাব-৭ ক্যাম্পের অধিনায়ক মেজর রুহুল আমিন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশে এসে কৌশলে ঢাকা ও চট্টগ্রামের দিকে চলে যাচ্ছিল রোহিঙ্গারা। কক্সবাজারের লিংক রোড এলাকায় বাসে তল্লাশি চালিয়ে রোহিঙ্গাদের আটক করে তাদের কুতুপালং শরণার্থী ক্যাম্পে পৌঁছে দেওয়া হয়েছে।

শেয়ার করুন