খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে বায়োমেট্রিক পদ্ধতি চালু
শিক্ষার্থীদের ফিঙ্গার প্রিন্ট কলেজে উপস্থিতি নিশ্চিত করবে

খাগড়াছড়ি : শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে বায়োমেট্রিক পদ্ধতি চালু করেছে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ। শিক্ষার্থী কলেজে আসার পর ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে উপস্থিতি নিশ্চিত করে সাথে সাথে তাদের অভিভাবককে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে_আপনার সন্তান কলেজে এসেছে। ফলে অনেকটা দুশ্চিন্তা মুক্ত থাকবেন প্রত্যেক অভিভাবক।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় সরকারি মহিলা কলেজে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম চালু করা হয়।

এসময় উপস্থিত ছিলেন-মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ শাহ আলমগীর, খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর সবুর খান, সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি প্রফেসর ড. সুধীন কুমার চাকমা, শিক্ষাবিদ প্রফেসর বোধিসত্ব দেওয়ান প্রমুখ।

কলেজ শিক্ষক মোঃ জহিরুল ইসলাম জানান, কলেজে বায়োমেট্রিক পদ্ধতি চালু হওয়ার কারনে শিক্ষার্থীরা অভিভাবককে কলেজে যাচ্ছে বলে ফাঁকি দিয়ে পার্ক কিংবা বাহিরে ঘুরাফেরা করা বন্ধ হবে। কলেজে আসার পর ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করে সাথে সাথে তাদের অভিভাবককে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে_আপনার সন্তান কলেজে এসেছে কিনা। ফলে অনেকটা দুশ্চিন্তা মুক্ত থাকবেন প্রত্যেক অভিভাবক।