এবার জাপানকে হুমকি দিল উ. কোরিয়ার

এবার পরমাণু বোমা মেরে জাপানকে সাগরে ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার একটি আদর্শিক কমিটির এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে তাদের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ বৃহস্পতিবার জানিয়েছে, ‘জুচের পরমাণু বোমা দিয়ে দ্বীপমালার চারটি দ্বীপ সাগরে ডুবিয়ে দেওয়া উচিত।’ পিয়ংইয়ংয়ের এই হুমকির পর উত্তর এশিয়ায় আরো বেশি উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার কমিটির মুখপাত্রের বিবৃতি থেকে উদ্ধৃত করে খবর প্রকাশ করে কেসিএনএ। এতে বলা হয়, ‘আমাদের পাশে জাপানের অস্তিত্ব থাকার আর দরকার নেই।’

জাপান সরকারের মুখপাত্র ইউশিহাইদে সুগা এর প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার জাপানের টোকিওতে সাংবাদিকদের বলেন, উত্তর কোরিয়ার এই হুমকি জঘন্য ধরনের উসকানি।