দেশ মাতৃকাকে ভালোবেসে আপনাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করুন-প্রধানমন্ত্রী

 


দেশ মাতৃকাকে ভালোবেসে আপনাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করুন-প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমদের নবীন কর্মকর্তাগণ গুরুত্বপূর্ণ মুহূর্তে দেশ-মাতৃকাকে ভালোবেসে আপনাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন। পুলিশকে জনগণের বন্ধু হতে হবে। বর্তমানে পুলিমের সুনাম অনেক বেড়েছে। সন্ত্রাবাদ, জঙ্গী দমন, মাদক চোরা চালান রোধে পুলিশ অপরিসীম ভূমিকা পালন করেছে।

বৃহষ্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাজশাহীর চারঘাটের সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির মাঠে ৩৪ তম ব্যাচের সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এসময় তিনি রাজশাহীর চারঘাটের সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিকে সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে গড়ে তোলার অঙ্গিকার ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের পুলিশ বাহিনীকে দেশের রক্ষক হিসেবে দেখতে চাই। দেশ ছাড়িয়ে বিদেশেও পুলিশ বাহিনী সুনাম অর্জন করেছে। মহান মুক্তি যুদ্ধেও পুলিশ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমাদের মহান নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতীর পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জন করেছি। আজকের এই বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সকলকে এক সাথে কাজ করতে হবে।

শেয়ার করুন