পিবিসিপি ও নাগরিক পরিষদের ডাক
সোমবার খাগড়াছড়ি ও রাঙামাটিতে সকাল-সন্ধা হরতাল

খাগড়াছড়ি : খাগড়াছড়ির গুইমারা উপজেলার সদর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রবিউল আওয়ালকে হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে তিন দিনের কর্মসূচী ঘোষণা করেছে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ (পিবিসিপি) ও নাগরিক পরিষদ। কর্মসূচীর মধ্যে রয়েছে ১৬ সেপ্টেম্বর দোয়া মাহফিল ও কালো পতাকা উত্তোলন, ১৭ সেপ্টেম্বর তিন পার্বত্য জেলায় বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদান ও ১৮ সেপ্টেম্বর সোমবার খাগড়াছড়ি ও রাঙামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল। পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের দপ্তর সম্পাদক মো: ওমর ফারুক সুজন স্বাক্ষরিত এক ই-মেইল বার্তায় এ কর্মসূচী জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, লংগদুর নুরুল ইসলাম নয়নের রক্তের দাগ না শুকাতেই আবারো এক নিরীহ বাঙ্গালীকে হত্যা করেছে উপজাতি সন্ত্রাসীরা। উপজাতীয় সন্ত্রাসীরা যাত্রীবেশে রবিউল আওয়ালকে নিয়ে গিয়ে তার হাত-পা ও মুখ বেধে হত্যা করে ধান ক্ষেতে ফেলে যাওয়ার পর গত ১২ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১২টার দিকে খাগড়াছড়ি গুইমারা উপজেলার সিন্ধুকছড়ি ইউনিয়ন তৈকর্মা নামক স্থানে মটরসাইকেলসহ রবিউল এর লাশ পাওয়া যায়। গুইমারার উত্তর হাজীপাড়া এলাকার নিহত রবিউল পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের উপজেলার একজন একনিষ্ঠ নিবেদিত কর্মী ছিল জানিয়ে, বার্তায় সর্বক্ষেত্রে বাঙালীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিন পার্বত্য জেলায় সকল জনসাধারণকে উক্ত কর্মসূচি সফল করার জন্য আহব্বান জানানো হয়। তবে পার্বত্য জেলা বান্দরবান এই কর্মসূচীর আওতামুক্ত।