জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদে ২২সেপ্টেম্বর থেকে দশ দিন ব্যাপী ৩২তম শাহাদাতে কারবালা মাহফিল
সত্যের প্রতি অবিচল থাকাই শাহাদাতে কারবালার শিক্ষা

২২সেপ্টেম্বর থেকে দশ দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিদিন বাদ মাগরিব থেকে এ মাহফিল শুরু আরম্ভ হবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদ চট্টগ্রাম এর চেয়ারম্যান ও প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব সূফী মুহাম্মদ মিজানুর রহমান।

বুধবার (২০সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদ চট্টগ্রাম।

লিখিত বক্তব্যে আলহাজ্ব সূফী মুহাম্মদ মিজানুর রহমান বলেন,সত্যের প্রতি অবিচল থাকাই শাহাদাতে কারবালার শিক্ষা। সত্য-মিথ্যার লড়াই যুগে যুঘে চলে আসছে। শোষক-শোষিতের লড়াই কখনো থেমে নেই । জালেম জুলুমের মোকাবেলা চিরকাল। ইসলাম গৌরব ও সত্য-ন্যায়ের জন্য আত্নত্যাগের। কটিন মুসিবত সত্বেও হযরত ইমাম হোসাইন (রা.) দ্বীন ও হকের ওপর সুদৃঢ় থাকার নজীর মুসলমানদেরকে সত্যের পথে উৎসর্গীত হওয়ার প্রেরণা যোগায়। উক্ত মাহফিলে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মালয়েশিয়ায় অবস্থানরত বড়পীর আব্দুল কাদের জিলানী (রা,) এর আওলাদ ।্শ্-শাইখ আস্ সয়ৈদ অল্লামা আফিফউদ্দীন, কাসওয়া দরবার শরীফের সাজ্জাদানশীল সৗয়দ মাহমুদ আশরাফ আশরাফি ভারত, ফয়সাল হামিদ আব্দুর রাজ্জাক কানাডা,সয়ৈদ মোহাম্মদ নুরানী মিয়া হশেমী ভারত, মুহাম্মদ ইহসান ইকবার কাদেরী শ্রীলঙ্কা ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারী শায়খ আহমদ বিন ইউছুফসহ আরো অনেকে। মাহফিলে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র অলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। উদ্বোধক থাকবেন অধ্যক্ষ অল্লামা সৗয়দ আবু তালেব মুহাম্মদ আলাউদ্দীন। উক্ত মাহফিলে দল-বল নির্বিশেষে সকলের অংশ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন