শারদোৎসব : সম্প্রীতি সমাবেশ, তিন স্তরের নিরাপত্তা বলয় খাগড়াছড়িতে

খাগড়াছড়ি : শান্তিপূর্ণ, সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে শ্রী শ্রী শারদীয় দূর্গোৎসব উদযাপনের লক্ষে শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে সকল সম্প্রদায়ের নেতৃবৃন্দকে নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ করেছে জেলা পুলিশ প্রশাসন।

খাগড়াছড়ি জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন-এ অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে খাগড়াছড়ি পুলিশ সুপার আলী আমহেদ খান বলেন- জেলার পূজা মন্ডপগুলোকে অধিক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ও সাধারণ হিসেব চিহিৃত করে দুর্গাপুজা শান্তিপূর্ন পরিবেশে উদযাপনে তিন স্তরের নিরাপত্তা বলয় থাকবে।

বিভিন্ন পয়েন্টে মোতায়েন থাকবে ১০টি মোবাইল টিম ও ২৪টি স্টাইকিং ফোর্সসহ পর্যাপ্ত পুলিশ, আনসার ও ভিডিপি সদস্য। এ নিরাপত্তা ব্যবস্থা বলবত থাকবে ২৬ সেপ্টেম্বর থেকে প্রতিমা বিসর্জনের দিন পর্যন্ত।

সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহউদ্দিন, জেলা আনসার কমান্ডার এ এইচ এম মেহেদী হাসান, জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের খাগড়াছড়ি জেলার সহ-সভাপতি সুদর্শন দত্ত, সাধারণ সম্পাদক তরুন কুমার ভট্টাচার্য্য, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মো. আব্দুল হান্নান, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন টিটু, মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত জাকির হোসেন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুউদ্দিন ভূইয়া, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. যোবাইল হক, মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিন খান, লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফ ইকবাল ও মাটিরাঙা জামে মসজিদের খতীব হারুন অর রশিদ ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামসুল হক প্রমুখ।

এছাড়াও মতবিনিময় সভায় জেলার প্রত্যেক পূজা মন্ডপের শ্রী শ্রী শারদীয় দূর্গোৎসব উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, খাগড়াছড়ি জেলা শহরসহ ৯ উপজেলার ৫০ টি মন্ডপে ৪৪ প্রতিমা পুজা, স্থাপিত স্থায়ী মন্দিরে ৩টি ও ২টি ঘট পুজাসহ মোট ৪৯টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় শ্রী শ্রী দূর্গোৎসব।