দূর্গোৎসবে আনোয়ারায় ভোগ্যপণ্য ও বস্ত্র বিতরণ
মানবতার চেয়ে বড় আর কিছু নেই : ভূমি প্রতিমন্ত্রী

আনোয়ারায় দুর্গোৎসব উপলক্ষে ভোগ্যপণ্য ও বস্ত্র বিতরণ করছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ছবি : প্রতিনিধি

চট্টগ্রাম : ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, অসম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ধর্ম যার যার রাষ্ট্র সবার। কারণ মানবতার চেয়ে বড় আর কিছু নেই। শারদীয় দুর্গোৎসব উদযাপনের জন্য সরকারের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। সরকার-প্রশাসন আপনাদের পাশে রয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপন করার কথা বলেন ভূমি প্রতিমন্ত্রী।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্গাপূজা উপলক্ষে ভোগ্যপণ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদ বার্ষিক সাধারণ সভা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে। কমিটির আহবায়ক সুগ্রীব মজুমদার দোলনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন এসএনডি মজুমদার ফাউন্ডেশনের চেয়ারম্যান দিলীপ কুমার মজুমদার। এতে বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, উপজেলা নির্বাহী কর্মকর্তা গৌতম বাড়ৈ, ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী আশরাফ, উপজেলা আওয়ামীলীগের সদস্য পুলিন বিহারী নাথ, এডভোকেট হরিপদ চক্রবর্তী, আনোয়ারা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি উৎপল সেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক কল্লোল সেন।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অনুপম চক্রবর্ত্তী বাবুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সাগর মিত্র, রূপন ধর, লায়ন অজিত কুমার নাথ, যিশু মিত্র, জোটন মজুমদার, নিউটন সরকার, রিটন নাথ, রতন শীল, রনি বল, আনন্দ মোহন দত্ত ও গৌতম রাজ প্রমুখ।

পরে ভূমি প্রতিমন্ত্রীর তহবিল ও এসএনডি মজুমদার ফাউন্ডেশনের পক্ষ থেকে পূজার্থীদের মাঝে ভোগ্যপণ্য ও বস্ত্র বিতরণ করা হয়।