শারদ আগমনী ‘মা’

– রাজীব দাশ রাজ

উঁকি দিয়ে, ঐ-দূর শারদের কাশবনে,
জগৎ দেখবে, মায়ের কোমল-স্নিগ্ধ নয়নে।
অধর্ম-কু’মনের বিনাশ, ধর্মের সংস্থাপন,
তোমার আগমনে, আলোকিত করবে ভূবন।

ও মা-নেই তো, আমার কোনো ধন-সম্পদ,
মাগো হরণ করো, পীড়িত সকল দুঃখ-বিপদ।
শঙ্খ-কাঁসার ধ্বনিতে, মঙ্গল প্রদীপ জ্বেলে,
আরতির তালে, ভক্তবৃন্দ আনন্দে দোলে।

যতো পাপ আছে, মানব মনে,
মুছে যাক গ্লানি, মায়ের ভক্তি পূজনে।
অসুর নিধনী, দুর্গতি নাশিনী মা বলি,
তাই দিয়েছি, তোমার চরণে পুষ্পাঞ্জলি।

শেয়ার করুন