সিসিপিএ ফিদে রেপিড রেটিং আন্ত:দাবা প্রতিযোগিতা
আবদুল মালেক চ্যাম্পিয়ন ও মঈনুদ্দীন আহমেদ রানার আপ

 

চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার দাবা কমিটির সহযোগিতায় সিসিপিএ ফিদে রেপিড রেটিং দাবা প্রতিযোগিতা ২০১৭ এ ফিদে মাস্টার আবদুল মালেক ৭ খেলায় ৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে। অপরদিকে সমান ৬ পয়েন্ট পেয়ে রানার আপ হয়েছে মঈনুদ্দীন আহমেদ । দুজনের পয়েন্ট সমান হলে মুখোমুখি খেলায় মালেক জয়লাভ করায় আবদুল মালেক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

সাড়ে ৫ পয়েন্ট পেয়ে বকুল বড়ুয়া ৩য়, একই পয়েন্ট পেয়ে সাজিদ বিন জাহিদ ৪র্থ স্থান অর্জন করেন। ৭ জন খেলোয়াড় সমান ৫ পয়েন্ট পেয়ে এনামুল হক ৫ম, কুতুবউদ্দীন ৬ষ্ঠ, সত্যঞ্জয় বড়ুয়া টিটু ৭ম, বিষ্ণু চৌধুরী ৮ম, রত্নজয় তংছং ৯ম, এস.এম. তারেক ১০ম ও সরোয়ার কামাল ১১তম স্থান লাভ করেন। মহিলা ক্যাটাগরিতে উম্মিয়া বিনতে ইউছুপ, অনর্ধ্ব-১৬ ক্যাটাগরিতে আকিব জাওয়াদ সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন।

বিশ্ব দাবার নিয়ন্ত্রক সংস্থা ফিদে কর্তৃক স্বীকৃত আন্তর্জাতিক এই দাবা প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম।

সংগঠনের সভাপতি রাকিব-উল-ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী এস.এম. তারেকের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা যথাক্রমে মহসীন জামাল পাপ্পু, আলী কায়সার, বকুল বড়ুয়া, ফিদে মাস্টার আব্দুল মালেক, সংগঠনের সহ-সভাপতি যথাক্রমে শহীদুর রহমান, আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক বিষ্ণু চৌধুরী, প্রচার সম্পাদক নাসির হাসান, সদস্য অ্যাডভোকেট সত্যজিৎ বড়ুয়া টিটু প্রমূখ।

উক্ত প্রতিযোগিতায় সমিতির ৬৮ জন সদস্যের মধ্যে ৬২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৪৫ জন আন্তর্জাতিক রেটেড খেলোয়াড়। প্রতিযোগিতায় ৪ জন দৃষ্টি প্রতিবন্ধি, ৪ জন মহিলা ও ১২ জন ছাত্র অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা এম.এ.আজিজ স্টেডিয়াম কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।

 

শেয়ার করুন