খাগড়াছড়িতে দোকান ভাঙচুর, আহত ১

খাগড়াছড়িতে দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাহাঙ্গীর নামে এক পান বিক্রেতা আহত হওয়ার খবর পা্ওয়া গেছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে খাগড়াছড়ি শহরের মক্কা হোটেল ও রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দোকানে চাহিদা মতো খাবার না খেতে পেয়ে দোকান ভাঙচুর করেছে একদল হামলাকারী। হামলাকারীরা সবাই রামগড় পৌর মেয়র কাজী রিপন ও খাগড়াছড়ি পৌরমেয়র রফিকুল আলমের অনুসারী ছিল। এ ঘটনায় আবু ছালেক ও রঞ্জন দেবনাথ নামে দু’জনকে জিজ্ঞাসাবাদের কথা বলছে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শাহনুর। তবে এখনো থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি দাবি পুলিশের। ঘটনায় জড়িত থাকায় এক যুবককে আটক করেছে পুলিশ।

তথ্যমতে, মক্কা হোটেলে দুপুরে এক ব্যক্তি দোকানে এসে ২৫/৩০ জনের মাথাপিছু একশ’ ১০ টাকা করে খাবার দেওয়ার কথা বলেন। তার কথা মতো প্রত্যেককে খাবার দেওয়া হলেও তারা মাথাপিছু হিসেবের চেয়ে বেশি টাকার খাবার চাচ্ছিলো। এতে অপারগতা জানালে ক্ষুব্ধ হয়ে তারা দোকান ভাঙচুর করেন। হামলাকারীদের অধিকাংশ আদালতে হাজিরা দেওয়ার জন্য খাগড়াছড়ি আসে।

 

শেয়ার করুন