মৃত গরুর মাংস বিক্রি : ৩জনকে এক মাসের কারাদন্ড হাটহাজারীতে

চট্টগ্রাম : হাটহাজারী উপজেলার চৌধুরীহাট এলাকায় মৃত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে তিন কসাইকে আটক করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) আনুমানিক বেলা ১২টার দিকে চৌধুরীহাট বাজার থেকে তাদের আটক করা হয়।

আটককৃত তিনজনই চট্টগ্রামের বায়েজিদ থানার সৈয়দ পাড়া মৃত আব্দুল হামিদের ছেলে মোঃ সিরাজ (৪০) একই গ্রামের পশ্চিম সৈয়দ পাড়ার আব্দুল রহমানের ছেলে মোঃ ফারুক (৩০) ও মৃত আঃ গফুরের ছেলে লিটন (২৩)।

জানা যায়, মঙ্গলবার ক্রেতারা মাংস ক্রয় করতে এসে সন্দেহ হলে তারা চ্যালেঞ্জ করে। এতে মাংস ব্যাবসায়ীরা মরা গরুর মংসার বিক্রির কথা স্বীকার করে। পরে চৌধুরীহাট বাজার ব্যবসায়ীরা প্রশাসনকে খবর দিলে তারা এসে ৩জনকে আটক করে।

পরে হাটহাজারী নিবার্হী কর্মকর্তা আক্তার উননেছা শিউলী পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আটক তিনজনকে এক মাসের বিনা শ্রম কারাদন্ডের আদেশ দেয়।

হাটহাজারী থানার ওসি জানান, ভ্রাম্যমাণ আদালতের আদেশের পর তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।