নিরাপত্তা বলয়ে হাটহাজারীর ১০২টি পূজা মন্ডপ
মঙ্গল প্রদীপ জ্বালিয়ে মহাষষ্ঠী উদযাপন, আজ মহাসপ্তমী

হাটহাজারীতে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে দেবী দূর্গার মহাষষ্ঠী উদযাপন। ছবি : প্রতিনিধি

চট্টগ্রাম : মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে হাটহাজারীজুড়ে শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠী উদযাপন করা হয়েছে। ভক্তদের ঢল নেমেছে মন্ডপে মন্ডপে। আজ (বুধবার) মহাসপ্তমী।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাটহাজারী উপজেলা শাখা হাটহাজারী ফটিকায় যতীন্দ্র পোষ্ট মাষ্টার বাড়ী পূজা মন্ডপ প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের উদ্বোধন করেন উত্তর জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট বাসন্তী প্রভা পালিত। এর মধ্য দিয়ে হাটহতাজারীতে ১০২টি পূজা মন্ডপের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

অনুষ্ঠান সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাষ্টার পরিমল কান্তি দে। সাধারণ সম্পাদক রিমন মুহুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাটহাজারী সার্কেল আবদুল্লাহ আল মাসুম। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব শাহজাদা স.ম এনাম, জেলা পূজা পরিষদের যুগ্ম সম্পাদক অলক মহাজন, সাংবাদিক আসলাম পারভেজ, মোঃ নাজিম উদ্দিন, প্রাক্তন সভাপতি দূর্গাপদ নাথ, সহ-সভাপতি সুনীতি বিকাশ আচার্য্য, পার্থ সারথী পাল, বিপ্লব মুহুরী, মাষ্টার অশোক কুমার নাথ। বক্তব্য রাখেন, সুজন তালুকদার, বিজন পার, ডাক্তার আশিষ চৌধুরী, জগদীশ রুদ্র, কাজল শীল, কৃষ্ণা ভৌমিক, বাবু ভৌমিক প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আল মাসুম বলেন, দূর্গা পূজা যাতে সুষ্টু ও সুন্দর পরিবেশে উদযাপন হয় সে লক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নির্বিঘ্নে আপনারা পূজা উদযাপন করবেন।

প্রধান আলোচক হাটহাজারী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন নোমান তার বক্তব্যে বলেন-আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি, প্রধান বক্তা ও উদ্বোধককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।