বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রাম : নগরীর বায়েজিদ বোস্তামী থানার চা বোর্ড এলাকার গ্লোরী গার্মেন্টসের বিক্ষুদ্ধ শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় গার্মেন্টসের শ্রমিকরা সড়কে অবস্থান নিলে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে থানা পুলিশ এসে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ জানায়, বায়েজিদ বোস্তামী এলাকার গ্লোরী গার্মেন্টসের হাজারো শ্রমিক বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে। মঙ্গলবারও তারা একই দাবিতে সড়ক অবরোধ করেছিল। শ্রমিকদের বকেয়া বেতনের অসন্তোষ নিয়ে ওই গার্মেন্টসের মালিক পক্ষ বিষয়টি মাধানের চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে।

শেয়ার করুন